ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে