Ajker Patrika

ফেনীতে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা, পলাতক স্ত্রী

প্রতিনিধি, ফেনী
আপডেট : ২০ আগস্ট ২০২১, ২০: ৪১
ফেনীতে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা, পলাতক স্ত্রী

ফেনীতে মো. সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী শিউলি আক্তার। শুক্রবার (২০ আগস্ট) সকালে শহরের নাজির রোড এলাকার চৌধুরী সুলতানা ম্যানশন ভবনের ৬ষ্ঠ তালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তানসহ সৎ মাকে নিয়ে ওই ভবনটিতে ভাড়া থাকতেন। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুবাই প্রবাসী মো. সোহেলের সৎ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী শিউলি আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। গত কোরবানি ঈদে সোহেল দেশে ফিরলে সৎ মায়ের ভরণপোষণ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে শুক্রবার মধ্য রাত দুইটার দিকে তাঁদের মধ্যে ফের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হলে শিউলি আক্তার বটি-দা দিয়ে স্বামী সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশসহ সিআইডির একটি চৌকস দল। ঘটনায় স্ত্রী শিউলি আক্তারকে আটক করতে একাধিক দল কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত