প্রতিনিধি, ওসমানীনগর
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজে থাকা ২৩ বাংলাদেশির একজন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব (৩৮)। তিনি ওই গ্রামের রৌশন ভূঁইয়া বাড়ির আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁর মায়ের নাম রৌশনারা।
আজ বুধবার দুপুরে সরেজমিন তাঁর বাড়িতে গেলে তাঁর বৃদ্ধ বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল ৫টা ২৪ মিনিটে তাঁর ছেলে ফোন করে বলেন, মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জিম্মি করেছে। তিনি বাবাকে বলেন, ‘আমার সাথে আর দেখা না-ও হতে পারে, আমার জন্য দোয়া করবেন।’ সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে বলেন, জিম্মিদের মুক্ত করতে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ওই জাহাজে তিনি ইলেকট্রিশিয়ানের পদে কর্মরত আছেন।
দুই ছেলের জনক ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। আট বছর আগে জাহাজের চাকরিতে যোগ দেন। চার মাস আগে বাড়িতে এসে এক মাস থেকে আবার জাহাজে চলে যান।
আবুল হোসেনের ভূঁইয়ার চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। স্ত্রী উম্মে সালমা সোনিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমালিয়ার জলদস্যুরা যখন জাহাজে আক্রমণ করছে বাংলাদেশ সময় বেলা ২টার দিকে; তখন তাঁর স্বামী তাঁর কাছে ফোন দেন। দোয়া করার জন্য বলেন। সেই সঙ্গে দুই সন্তান ইব্রাহিম আল রেদোয়ান (৭) ও লুতফুর রহমান রিহান (৩) দেখে রাখার জন্য অনুরোধ করেন।
ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবের নিকটাত্মীয় বালাকাত উল্লা মিলন জানান, বিপ্লব অত্যন্ত ভালো ছেলে। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। জিম্মিদের যেন সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষ উদ্ধারের ব্যবস্থা নেয়, সেই আবেদন জানান তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘জিম্মি ২৩ বাংলাদেশির মধ্যে দাগনভূঞা উপজেলার একজনের খবর আমরা জানতে পেরেছি। ওই বাড়িতে আমাদের পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে।’
আরও পড়ুন—
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজে থাকা ২৩ বাংলাদেশির একজন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব (৩৮)। তিনি ওই গ্রামের রৌশন ভূঁইয়া বাড়ির আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁর মায়ের নাম রৌশনারা।
আজ বুধবার দুপুরে সরেজমিন তাঁর বাড়িতে গেলে তাঁর বৃদ্ধ বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল ৫টা ২৪ মিনিটে তাঁর ছেলে ফোন করে বলেন, মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জিম্মি করেছে। তিনি বাবাকে বলেন, ‘আমার সাথে আর দেখা না-ও হতে পারে, আমার জন্য দোয়া করবেন।’ সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে বলেন, জিম্মিদের মুক্ত করতে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ওই জাহাজে তিনি ইলেকট্রিশিয়ানের পদে কর্মরত আছেন।
দুই ছেলের জনক ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। আট বছর আগে জাহাজের চাকরিতে যোগ দেন। চার মাস আগে বাড়িতে এসে এক মাস থেকে আবার জাহাজে চলে যান।
আবুল হোসেনের ভূঁইয়ার চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। স্ত্রী উম্মে সালমা সোনিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমালিয়ার জলদস্যুরা যখন জাহাজে আক্রমণ করছে বাংলাদেশ সময় বেলা ২টার দিকে; তখন তাঁর স্বামী তাঁর কাছে ফোন দেন। দোয়া করার জন্য বলেন। সেই সঙ্গে দুই সন্তান ইব্রাহিম আল রেদোয়ান (৭) ও লুতফুর রহমান রিহান (৩) দেখে রাখার জন্য অনুরোধ করেন।
ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবের নিকটাত্মীয় বালাকাত উল্লা মিলন জানান, বিপ্লব অত্যন্ত ভালো ছেলে। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। জিম্মিদের যেন সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষ উদ্ধারের ব্যবস্থা নেয়, সেই আবেদন জানান তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘জিম্মি ২৩ বাংলাদেশির মধ্যে দাগনভূঞা উপজেলার একজনের খবর আমরা জানতে পেরেছি। ওই বাড়িতে আমাদের পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে।’
আরও পড়ুন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে