ফেনী প্রতিনিধি
ভারত সরকার থেকে উপহার দেওয়া লাইফ সাপোর্টে সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও মূলত শুরু থেকে এটিতে ছিল না কোনো মেশিনারিজ যন্ত্রপাতি। ফলে যান্ত্রিক সমস্যায় এটি এখনো অকেজো হয়ে পড়ে আছে। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজন।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি জেনারেল হাসপাতালকে উপহার দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি চিকিৎসায় ব্যাপক অবদান রাখবে বলা হলেও দীর্ঘ মাসেও এটি রোগী পরিবহনের কোনো কাজে আসেনি। গত ১১ মাস ধরে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ১ হাজার ৪০০ রোগী সেবা নেন। এটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ভর্তি রোগী থাকে অন্তত ৪ থেকে ৫ শতাধিক। রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ক্ষেত্রে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন ছিল। পরে গত ১১ মাস আগে ওই অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে মোট ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে একটি ভালো আছে। একটির অবস্থা একদমই ভালো না। আর ভারত থেকে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে।
এ বিষয়ে মকসুদ আলম নামে এক রোগীর স্বজন জানান, তাঁর চাচার খুবই নাজুক অবস্থা। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু লাইফ সাপোর্ট সংযুক্ত কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে সাধারণ অ্যাম্বুলেন্সে চাচাকে নিয়ে যাচ্ছেন তিনি।
হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক গিয়াস উদ্দিন সবুজ জানান, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কোনো যন্ত্রপাতিই নেই। বরং গাড়িটি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি লাগে ঝাঁকুনিও। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবে না। তাই ব্যবহার করা যাচ্ছে না।
এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটির খুবই প্রয়োজন ছিল। কিন্তু পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব যন্ত্রপাতি প্রয়োজন তার সবকিছু নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে, এরই মধ্যে হাসপাতালে বিশেষায়িত স্ক্যান, আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে।
ভারত সরকার থেকে উপহার দেওয়া লাইফ সাপোর্টে সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও মূলত শুরু থেকে এটিতে ছিল না কোনো মেশিনারিজ যন্ত্রপাতি। ফলে যান্ত্রিক সমস্যায় এটি এখনো অকেজো হয়ে পড়ে আছে। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজন।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি জেনারেল হাসপাতালকে উপহার দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি চিকিৎসায় ব্যাপক অবদান রাখবে বলা হলেও দীর্ঘ মাসেও এটি রোগী পরিবহনের কোনো কাজে আসেনি। গত ১১ মাস ধরে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ১ হাজার ৪০০ রোগী সেবা নেন। এটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ভর্তি রোগী থাকে অন্তত ৪ থেকে ৫ শতাধিক। রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ক্ষেত্রে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন ছিল। পরে গত ১১ মাস আগে ওই অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে মোট ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে একটি ভালো আছে। একটির অবস্থা একদমই ভালো না। আর ভারত থেকে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে।
এ বিষয়ে মকসুদ আলম নামে এক রোগীর স্বজন জানান, তাঁর চাচার খুবই নাজুক অবস্থা। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু লাইফ সাপোর্ট সংযুক্ত কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে সাধারণ অ্যাম্বুলেন্সে চাচাকে নিয়ে যাচ্ছেন তিনি।
হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক গিয়াস উদ্দিন সবুজ জানান, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কোনো যন্ত্রপাতিই নেই। বরং গাড়িটি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি লাগে ঝাঁকুনিও। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবে না। তাই ব্যবহার করা যাচ্ছে না।
এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটির খুবই প্রয়োজন ছিল। কিন্তু পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব যন্ত্রপাতি প্রয়োজন তার সবকিছু নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে, এরই মধ্যে হাসপাতালে বিশেষায়িত স্ক্যান, আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে