ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ধূমপান ও নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী উচ্চশব্দে গান বাজিয়ে নাচছে এবং একজন প্রকাশ্যে ধূমপান করছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তবে পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাউন্ড সিস্টেম এনে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। বিতর্কিত ভিডিওটি সেখান থেকেই ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ভিডিওতে প্রকাশ্যে ধূমপান ও বেপরোয়া আচরণের বিষয়টি দেখে অনেকেই বিস্মিত। কলেজের সাবেক শিক্ষার্থী হেদায়েত মোল্লা ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সময়ে কেউ সিগারেট খাওয়ার সাহসই করত না। আর এখন তো প্রকাশ্যে গাঁজা খাওয়া ও নাচানাচি চলছে! এটা অত্যন্ত দুঃখজনক।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখে মনে হয়েছে কোনো সিনেমার দৃশ্য। ভাবতেই কষ্ট হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৈতিক অবক্ষয়।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুলকুতের রহমান বলেন, ‘কলেজের মূল অনুষ্ঠান দুপুর ১২টার মধ্যেই শেষ হয়েছিল। পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম দাবি করেন, ‘ভিডিওর কিছু অংশ এডিট করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি সদ্য দায়িত্ব নিয়েছি, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত নই।’
ঘটনার পর কলেজের প্রশাসনিক তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ধূমপান ও নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী উচ্চশব্দে গান বাজিয়ে নাচছে এবং একজন প্রকাশ্যে ধূমপান করছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তবে পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাউন্ড সিস্টেম এনে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। বিতর্কিত ভিডিওটি সেখান থেকেই ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ভিডিওতে প্রকাশ্যে ধূমপান ও বেপরোয়া আচরণের বিষয়টি দেখে অনেকেই বিস্মিত। কলেজের সাবেক শিক্ষার্থী হেদায়েত মোল্লা ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সময়ে কেউ সিগারেট খাওয়ার সাহসই করত না। আর এখন তো প্রকাশ্যে গাঁজা খাওয়া ও নাচানাচি চলছে! এটা অত্যন্ত দুঃখজনক।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখে মনে হয়েছে কোনো সিনেমার দৃশ্য। ভাবতেই কষ্ট হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৈতিক অবক্ষয়।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুলকুতের রহমান বলেন, ‘কলেজের মূল অনুষ্ঠান দুপুর ১২টার মধ্যেই শেষ হয়েছিল। পরে কিছু শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম দাবি করেন, ‘ভিডিওর কিছু অংশ এডিট করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি সদ্য দায়িত্ব নিয়েছি, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত নই।’
ঘটনার পর কলেজের প্রশাসনিক তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে