Ajker Patrika

ফেনীতে পিকআপ ভ্যান চাপায় নিহত ৩ 

ফেনী প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ১১
ফেনীতে পিকআপ ভ্যান চাপায় নিহত ৩ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতারা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে মো. সুজন (২৮), মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম। 

ঘাতক পিকআপ ভ্যান জব্দ করা করা হয়েছেজানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গাড়ির চালকসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত