Ajker Patrika

পিকআপ ভ্যানের চাপায় ৪ অটোরিকশা আরোহী নিহত

প্রতিনিধি
পিকআপ ভ্যানের চাপায় ৪ অটোরিকশা আরোহী নিহত

ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘোপাল ইউনিয়নের ঢাকা–চট্রগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাতনামা এক বৃদ্ধ।

ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত