Ajker Patrika

ফেনীতে বালু বোঝাই পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি, ফেনী
ফেনীতে বালু বোঝাই পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শাহ জালাল (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ জালাল পেশায় কাপড় ব্যবসায়ী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে সাইড করার জন্য পেছনের দিকে আসছিল। একপর্যায়ে পিকআপটি পেছন দিক থেকে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহ জালালের মৃত্যু হয় ৷ পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, নিহত মোটরসাইকেল চালক শাহজালাল শহরের আবু বক্কর সড়কের হাজি দিন মোহাম্মদের ছেলে। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালককে আটক করা যায়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত