ফরিদপুর প্রতিনিধি
মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’
মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫