নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পক্ষে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মো. আবুল কাশেম আলফি (৬২) নামে ওই চিকিৎসকের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
গতকাল বুধবার রাজধানীর রামপুর থানার বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭টি উগ্রবাদী মতাদর্শের বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী থেকে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্তচিকিৎসক ডাক্তার মো. আবুল কাশেম আলফিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্র–বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সুপার আসলাম আরও জানান, আবুল কাশেম আলফি আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন বই নিজ উদ্যোগে ছাপিয়ে সহযোগী ও সদস্যদের মাঝে বিতরণ করে আসছিলেন।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার আবুল কাশেম দেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দাওয়াত দিতেন। এ ছাড়া জঙ্গি নেতা জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করতেন।
গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সন্ত্রাস–বিরোধী আইনে একটি মামলা রয়েছে। শিবালয় থানায় থাকা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পক্ষে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মো. আবুল কাশেম আলফি (৬২) নামে ওই চিকিৎসকের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
গতকাল বুধবার রাজধানীর রামপুর থানার বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭টি উগ্রবাদী মতাদর্শের বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী থেকে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্তচিকিৎসক ডাক্তার মো. আবুল কাশেম আলফিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্র–বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সুপার আসলাম আরও জানান, আবুল কাশেম আলফি আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন বই নিজ উদ্যোগে ছাপিয়ে সহযোগী ও সদস্যদের মাঝে বিতরণ করে আসছিলেন।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার আবুল কাশেম দেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দাওয়াত দিতেন। এ ছাড়া জঙ্গি নেতা জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করতেন।
গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সন্ত্রাস–বিরোধী আইনে একটি মামলা রয়েছে। শিবালয় থানায় থাকা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে