ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চাঁদাবাজি করছে একটি সিন্ডিকেট। চক্রের সদস্যরা উপজেলার এসব প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চিকিৎসকদের নিম্নমানের ওষুধ লেখাতে বাধ্য করছেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জ্ঞানব্রত শুভকে নিম্নমানের ওষুধ লেখার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ চক্রের সদস্যরা হলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিকাঈল বিশ্বাস ও রিয়ান রহমান নয়ন এবং নাহিদুর রহমান অপু ও টুটুল বিশ্বাস নামের আরও দুই ছাত্রদল কর্মী। এর মধ্যে চাঁদা তোলার দায়িত্বে রয়েছেন নাহিদুর রহমান অপু। তবে তাঁর দাবি, টাকা তোলেন বড় পদধারীরা।
আরও জানা যায়, চাঁদা না দেওয়ায় ১১ মে সন্ধ্যায় একতা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে হামলা চালায় চক্রটি। এ সময় প্রতিষ্ঠানটির মালিক তানভির ইসলাম শুভ ও ইমতিয়াজ হোসেন অর্ক নামের এক চিকিৎসককে মারধর করে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়।
ওই ফুটেজে দেখা যায়, প্রথমে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করেন নাহিদুর রহমান অপু। কিছুক্ষণ পর বের হয়ে বাইরে থাকা একটি মোটরসাইকেলে সজোরে লাথি মারেন। এরপর মোবাইলে ফোন দেন। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন রজব ইসলাম রনি, মিকাঈল বিশ্বাস, রিয়ান রহমান নয়ন, টুটুল বিশ্বাসসহ কয়েকজন।
এরপর ভেতরে প্রবেশ করে তানভির ইসলাম শুভকে টেনেহিঁচড়ে ও কিলঘুষি মেরে বাইরে নিয়ে আসেন। ওই সময় বাধা দিতে গেলে চিকিৎসক ইমতিয়াজ হোসেন অর্ককেও এলোপাতাড়ি মারধর করেন।
এ ঘটনার দুই দিন পর ১৩ মে অভিযুক্তদের আসামি করে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আমলি আদালতে মামলা করেন ইমতিয়াজ হোসেন অর্ক। তিনি প্রতিষ্ঠানটিতে বিকেলে চেম্বার করলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
জানতে চাইলে ইমতিয়াজ হোসেন অর্ক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার গ্রামের বাড়ি মধুখালী উপজেলা হওয়ায় আমি ওই প্রতিষ্ঠানে বিকেলে চেম্বার করে থাকি। কিছুদিন আগে চক্রটির সদস্য নাহিদুর রহমান অপু এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, এখানে প্র্যাকটিস করতে হলে মাসিকভাবে টাকা দিতে হবে। এ ছাড়া তাঁদের নির্ধারিত কোম্পানির ওষুধ লিখে দিতে হবে বলে জানিয়ে দেন। এসবের অস্বীকৃতি জানালে এবং প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়।’
ইমতিয়াজ হোসেন বলেন, চক্রটি বিভিন্ন নিম্নমানের ওষুধ কোম্পানির সঙ্গে কমিশন চুক্তি করে সিন্ডিকেট তৈরি করেছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে সরাসরি চিকিৎসকদের নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য হুমকি দিয়ে যায়। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলে।
ইমতিয়াজ হোসেন আরও বলেন, চক্রটি কিছুদিন আগে পার্শ্ববর্তী সালেহা ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। সনোল্যাব নামের আরেকটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।
সালেহা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল হাকিম বলেন, ‘আমার এখানে স্থানীয় কিছু পোলাপানের সঙ্গে ঝামেলা হয়েছিল। তবে তখনই বিষয়টি মীমাংসা করা হয়।’ তবে কারা হামলা করেছে, সে বিষয়ে এড়িয়ে যান তিনি।
অভিযোগ অস্বীকার করে নাহিদুর রহমান অপু বলেন, ‘আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি, চাঁদা তুলব কেন। প্রতি মাসে ৮-১০ হাজার টাকা চাঁদা তোলেন বড় কয়েকটি পদের নেতারা। ভাই-ব্রাদারের স্বার্থে আমি তাঁদের নাম বলব না।’
হামলা প্রসঙ্গে নাহিদুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর এ প্রতিষ্ঠানগুলো ভাঙচুর ও লুটপাট থেকে আমি রক্ষা করেছিলাম। মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে ওই ডাক্তার আমাকে গালিগালাজ করে। এরপর আমার বন্ধুবান্ধবকে ফোন দিই।’
জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম বিশ্বাস বলেন, ‘এরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিষয়টি আমরা জেলা কমিটিকে জানিয়েছি। কারণ, দলের যারা ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং নিজেদের স্বার্থের জন্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত।’
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে আজ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করেছি।’
ফরিদপুরের মধুখালীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চাঁদাবাজি করছে একটি সিন্ডিকেট। চক্রের সদস্যরা উপজেলার এসব প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চিকিৎসকদের নিম্নমানের ওষুধ লেখাতে বাধ্য করছেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জ্ঞানব্রত শুভকে নিম্নমানের ওষুধ লেখার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ চক্রের সদস্যরা হলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিকাঈল বিশ্বাস ও রিয়ান রহমান নয়ন এবং নাহিদুর রহমান অপু ও টুটুল বিশ্বাস নামের আরও দুই ছাত্রদল কর্মী। এর মধ্যে চাঁদা তোলার দায়িত্বে রয়েছেন নাহিদুর রহমান অপু। তবে তাঁর দাবি, টাকা তোলেন বড় পদধারীরা।
আরও জানা যায়, চাঁদা না দেওয়ায় ১১ মে সন্ধ্যায় একতা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে হামলা চালায় চক্রটি। এ সময় প্রতিষ্ঠানটির মালিক তানভির ইসলাম শুভ ও ইমতিয়াজ হোসেন অর্ক নামের এক চিকিৎসককে মারধর করে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়।
ওই ফুটেজে দেখা যায়, প্রথমে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করেন নাহিদুর রহমান অপু। কিছুক্ষণ পর বের হয়ে বাইরে থাকা একটি মোটরসাইকেলে সজোরে লাথি মারেন। এরপর মোবাইলে ফোন দেন। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন রজব ইসলাম রনি, মিকাঈল বিশ্বাস, রিয়ান রহমান নয়ন, টুটুল বিশ্বাসসহ কয়েকজন।
এরপর ভেতরে প্রবেশ করে তানভির ইসলাম শুভকে টেনেহিঁচড়ে ও কিলঘুষি মেরে বাইরে নিয়ে আসেন। ওই সময় বাধা দিতে গেলে চিকিৎসক ইমতিয়াজ হোসেন অর্ককেও এলোপাতাড়ি মারধর করেন।
এ ঘটনার দুই দিন পর ১৩ মে অভিযুক্তদের আসামি করে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আমলি আদালতে মামলা করেন ইমতিয়াজ হোসেন অর্ক। তিনি প্রতিষ্ঠানটিতে বিকেলে চেম্বার করলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
জানতে চাইলে ইমতিয়াজ হোসেন অর্ক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার গ্রামের বাড়ি মধুখালী উপজেলা হওয়ায় আমি ওই প্রতিষ্ঠানে বিকেলে চেম্বার করে থাকি। কিছুদিন আগে চক্রটির সদস্য নাহিদুর রহমান অপু এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, এখানে প্র্যাকটিস করতে হলে মাসিকভাবে টাকা দিতে হবে। এ ছাড়া তাঁদের নির্ধারিত কোম্পানির ওষুধ লিখে দিতে হবে বলে জানিয়ে দেন। এসবের অস্বীকৃতি জানালে এবং প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়।’
ইমতিয়াজ হোসেন বলেন, চক্রটি বিভিন্ন নিম্নমানের ওষুধ কোম্পানির সঙ্গে কমিশন চুক্তি করে সিন্ডিকেট তৈরি করেছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে সরাসরি চিকিৎসকদের নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য হুমকি দিয়ে যায়। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলে।
ইমতিয়াজ হোসেন আরও বলেন, চক্রটি কিছুদিন আগে পার্শ্ববর্তী সালেহা ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। সনোল্যাব নামের আরেকটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়।
সালেহা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল হাকিম বলেন, ‘আমার এখানে স্থানীয় কিছু পোলাপানের সঙ্গে ঝামেলা হয়েছিল। তবে তখনই বিষয়টি মীমাংসা করা হয়।’ তবে কারা হামলা করেছে, সে বিষয়ে এড়িয়ে যান তিনি।
অভিযোগ অস্বীকার করে নাহিদুর রহমান অপু বলেন, ‘আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি, চাঁদা তুলব কেন। প্রতি মাসে ৮-১০ হাজার টাকা চাঁদা তোলেন বড় কয়েকটি পদের নেতারা। ভাই-ব্রাদারের স্বার্থে আমি তাঁদের নাম বলব না।’
হামলা প্রসঙ্গে নাহিদুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর এ প্রতিষ্ঠানগুলো ভাঙচুর ও লুটপাট থেকে আমি রক্ষা করেছিলাম। মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে ওই ডাক্তার আমাকে গালিগালাজ করে। এরপর আমার বন্ধুবান্ধবকে ফোন দিই।’
জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম বিশ্বাস বলেন, ‘এরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিষয়টি আমরা জেলা কমিটিকে জানিয়েছি। কারণ, দলের যারা ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং নিজেদের স্বার্থের জন্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত।’
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে আজ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করেছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে