ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন।
তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট।
গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন।
তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট।
গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে