নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে হেদায়েত মুন্সী (০৬) এক বাক্প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
হেদায়েত উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে কথা বলতে পারত না।
নিহত শিশুর চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে আসে হেদায়েত। তখন আক্তার বাড়ির উঠানে বসে রুটি খাচ্ছিল। এ সময় হেদায়েতের হাতে একটি রুটি তুলে দেন তিনি। সবার অজান্তে ওই রুটি খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে চলে যায় সে। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করি। পরে আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি রুটিটা পানিতে ভাসছে, কিন্তু হেদায়েত কোথাও নেই। আমরা কয়েকজন পানিতে নেমে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাও তাকে খুঁজে না পেয়ে সালথার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও পানিতে নেমে তাকে খুঁজে পায়নি। পরে দুপুর দেড়টা দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।’
এদিকে মরদেহ উদ্ধারের সময় পুকুর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। মরদেহ উদ্ধারের পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিয়ে এনে মরদেহ উদ্ধার করি।’
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাতাব উদ্দীন বলেন, ‘খবর পেয়ে মাদারীপুর থেকে আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ফরিদপুরের সালথায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে হেদায়েত মুন্সী (০৬) এক বাক্প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
হেদায়েত উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে কথা বলতে পারত না।
নিহত শিশুর চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে আসে হেদায়েত। তখন আক্তার বাড়ির উঠানে বসে রুটি খাচ্ছিল। এ সময় হেদায়েতের হাতে একটি রুটি তুলে দেন তিনি। সবার অজান্তে ওই রুটি খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে চলে যায় সে। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করি। পরে আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি রুটিটা পানিতে ভাসছে, কিন্তু হেদায়েত কোথাও নেই। আমরা কয়েকজন পানিতে নেমে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাও তাকে খুঁজে না পেয়ে সালথার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও পানিতে নেমে তাকে খুঁজে পায়নি। পরে দুপুর দেড়টা দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।’
এদিকে মরদেহ উদ্ধারের সময় পুকুর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। মরদেহ উদ্ধারের পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিয়ে এনে মরদেহ উদ্ধার করি।’
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাতাব উদ্দীন বলেন, ‘খবর পেয়ে মাদারীপুর থেকে আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে