ফরিদপুর প্রতিনিধি
বিএনপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় প্রায় এক যুগ ভাত না খেয়ে থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসে একটি প্রতিনিধিদল। পরে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে এমন প্রতিজ্ঞা করে বসেন তিনি। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে আছেন।
এর মধ্যে গত সোমবার বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। গত ঈদের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
হাসপাতালে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যে প্রতিজ্ঞা করেছি তা ভাঙব না। যত দিন বিএনপি ক্ষমতায় না আসবে, তত দিন আমি যদি মরে যাই, তাও ভাত খাব না।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ দেবব্রত বলেন, নিজাম উদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না। এ জন্য তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।
প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘নিজাম উদ্দিনের অসুস্থের বিষয়টি জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার, যা পিজি হাসপাতালে রয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।’
রফিকুল ইসলাম আরও বলেন, নিজাম উদ্দিন মণ্ডল বিএনপির একজন সমর্থক। তাঁর যে পণ ও দলের প্রতি তাঁর যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনাব তারেক রহমান। এ ছাড়া তাঁর মতো যেসব নেতা–কর্মী বা সমর্থক রয়েছেন, প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপিরসহ তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় প্রায় এক যুগ ভাত না খেয়ে থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসে একটি প্রতিনিধিদল। পরে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে এমন প্রতিজ্ঞা করে বসেন তিনি। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে আছেন।
এর মধ্যে গত সোমবার বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। গত ঈদের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
হাসপাতালে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যে প্রতিজ্ঞা করেছি তা ভাঙব না। যত দিন বিএনপি ক্ষমতায় না আসবে, তত দিন আমি যদি মরে যাই, তাও ভাত খাব না।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ দেবব্রত বলেন, নিজাম উদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না। এ জন্য তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।
প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘নিজাম উদ্দিনের অসুস্থের বিষয়টি জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার, যা পিজি হাসপাতালে রয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।’
রফিকুল ইসলাম আরও বলেন, নিজাম উদ্দিন মণ্ডল বিএনপির একজন সমর্থক। তাঁর যে পণ ও দলের প্রতি তাঁর যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনাব তারেক রহমান। এ ছাড়া তাঁর মতো যেসব নেতা–কর্মী বা সমর্থক রয়েছেন, প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপিরসহ তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে