ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। ১৮ মাসের মধ্যে আমরা নির্বাচনের দাবি করছি। ১৮ মাসের বাইরে ১৮ দিনও সময় দিতে আমরা রাজি নই। ১৮ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে হবে।’
আজ শনিবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ থাকবে না। কারণ, এখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না।’
তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, দেশে গণপরিষদ হবে। এই গণপরিষদ করার ম্যান্ডেট কে কাকে দিয়েছে। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন নাকি এক সঙ্গে করা যায়। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে দুটো বিতর্ক তুলে নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিলম্বিত করা যাবে না। এটা খুব পরিষ্কার কথা।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশ একটা সংকটের মধ্যে আছে। সংকটটা হচ্ছে প্রধানত গণতন্ত্র নিয়ে। গত ১৬ বছরে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনটির জন্যই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বিগত বছরগুলো জনগণের ভোট ছাড়া সরকার চলেছে। এই সরকার জনগণের কোনো তোয়াক্কা করেনি। যাকে ইচ্ছা তাকে গুম করেছে, হত্যা করেছে। কোনো নিয়ম নীতির মধ্যে দেশ পরিচালিত হয়নি।’
ড. রিপন বলেন, ‘এখন দেশে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা জরুরি। সে জন্য একটি ভালো নির্বাচন করা দরকার। নানাভাবে নানা ছল-চাতুরীর মধ্যে দিয়ে বলা হয় এখন নির্বাচন নয়,সংস্কারের পরে নির্বাচন। আবার কেউ বলছেন, শহীদের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত নির্বাচন করা যাবে না। সারা পৃথিবীতে অভ্যুত্থানের পর পরই নির্বাচন হয়েছে। জবাবদিহি প্রতিষ্ঠার জন্যই একটি নির্বাচনের প্রয়োজন এসেছে। সুতরাং সেই নির্বাচনকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। ক্ষমতাকে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কোনো কর্মকাণ্ডের জন্য যদি দলকে প্রশ্নবিদ্ধ হতে হয়, সেই দায়দায়িত্ব কিন্তু দল গ্রহণ করবে না। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। ১৬ বছর অনেক কষ্ট শিকার করেছেন আপনারা। সুতরাং, এমন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না। বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত হতে হবে, তাই সকলে ধৈর্য ধরুন।’
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মো. আজম খান, রশিদুল ইসলাম লিটন প্রমুখ। এ ছাড়া বৃহত্তর ফরিদপুর জেলাগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। ১৮ মাসের মধ্যে আমরা নির্বাচনের দাবি করছি। ১৮ মাসের বাইরে ১৮ দিনও সময় দিতে আমরা রাজি নই। ১৮ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে হবে।’
আজ শনিবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ থাকবে না। কারণ, এখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না।’
তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, দেশে গণপরিষদ হবে। এই গণপরিষদ করার ম্যান্ডেট কে কাকে দিয়েছে। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন নাকি এক সঙ্গে করা যায়। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে দুটো বিতর্ক তুলে নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিলম্বিত করা যাবে না। এটা খুব পরিষ্কার কথা।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশ একটা সংকটের মধ্যে আছে। সংকটটা হচ্ছে প্রধানত গণতন্ত্র নিয়ে। গত ১৬ বছরে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনটির জন্যই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বিগত বছরগুলো জনগণের ভোট ছাড়া সরকার চলেছে। এই সরকার জনগণের কোনো তোয়াক্কা করেনি। যাকে ইচ্ছা তাকে গুম করেছে, হত্যা করেছে। কোনো নিয়ম নীতির মধ্যে দেশ পরিচালিত হয়নি।’
ড. রিপন বলেন, ‘এখন দেশে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা জরুরি। সে জন্য একটি ভালো নির্বাচন করা দরকার। নানাভাবে নানা ছল-চাতুরীর মধ্যে দিয়ে বলা হয় এখন নির্বাচন নয়,সংস্কারের পরে নির্বাচন। আবার কেউ বলছেন, শহীদের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত নির্বাচন করা যাবে না। সারা পৃথিবীতে অভ্যুত্থানের পর পরই নির্বাচন হয়েছে। জবাবদিহি প্রতিষ্ঠার জন্যই একটি নির্বাচনের প্রয়োজন এসেছে। সুতরাং সেই নির্বাচনকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। ক্ষমতাকে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কোনো কর্মকাণ্ডের জন্য যদি দলকে প্রশ্নবিদ্ধ হতে হয়, সেই দায়দায়িত্ব কিন্তু দল গ্রহণ করবে না। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। ১৬ বছর অনেক কষ্ট শিকার করেছেন আপনারা। সুতরাং, এমন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না। বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত হতে হবে, তাই সকলে ধৈর্য ধরুন।’
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মো. আজম খান, রশিদুল ইসলাম লিটন প্রমুখ। এ ছাড়া বৃহত্তর ফরিদপুর জেলাগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে