ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে