প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের ‘পালাবদলের কবি’ খ্যাত কবি ও ছড়াকার এনায়েত হোসেন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১০ জুলাই শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের বায়তুল আমান রেল রাস্তা এলাকায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। শনিবার বাদ জোহর তাঁর বাড়ি সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কমলাপুর মাটির গোরস্থানে দাফন করা হয়।
ছড়াকার এনায়েত হোসেন দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়। চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়। পড়ে আবার অবস্থার অবনতি হলে শনিবার মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এনায়েত হোসেন ১৯৪৫ সালের ১ মার্চ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবন শুরু করেন রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি সহায়ক হিসেবে। এই পদে থেকেই ২০০৫ সালে তিনি অবসরে যান। তাঁর উল্লেখযোগ্য ছড়া গ্রন্থের মধ্যে রয়েছে পালাবদলের ছড়া, কচি কলিদের ছড়া, চোখের জলে আগুন জ্বলে, প্রতিবাদী ছড়া ও ভাবসংগীত এবং শ্রেষ্ঠ ছড়া। তাঁর লেখা জীবনীগ্রন্থের মধ্যে রয়েছে-ছোটদের জসীমউদ্দীন, গানের বই-সুখের পাখি ও কবিতার বই-রাজাপুর।
কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘সাদা মনের মানুষ’ সম্মাননায় ভূষিত হন এ কবি। ২০০৯ সালে পান নকশি কাঁথা সাহিত্য পুরস্কার। ২০১৩ সালে পান সাংবাদিক গৌতম স্মৃতি পুরস্কার। ২০১৯ সালে পান কবি জসীম উদদীন স্বর্ণপদক।
কবির মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিশিষ্টজনেরা।
ফরিদপুরের ‘পালাবদলের কবি’ খ্যাত কবি ও ছড়াকার এনায়েত হোসেন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১০ জুলাই শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের বায়তুল আমান রেল রাস্তা এলাকায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। শনিবার বাদ জোহর তাঁর বাড়ি সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কমলাপুর মাটির গোরস্থানে দাফন করা হয়।
ছড়াকার এনায়েত হোসেন দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়। চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়। পড়ে আবার অবস্থার অবনতি হলে শনিবার মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এনায়েত হোসেন ১৯৪৫ সালের ১ মার্চ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবন শুরু করেন রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি সহায়ক হিসেবে। এই পদে থেকেই ২০০৫ সালে তিনি অবসরে যান। তাঁর উল্লেখযোগ্য ছড়া গ্রন্থের মধ্যে রয়েছে পালাবদলের ছড়া, কচি কলিদের ছড়া, চোখের জলে আগুন জ্বলে, প্রতিবাদী ছড়া ও ভাবসংগীত এবং শ্রেষ্ঠ ছড়া। তাঁর লেখা জীবনীগ্রন্থের মধ্যে রয়েছে-ছোটদের জসীমউদ্দীন, গানের বই-সুখের পাখি ও কবিতার বই-রাজাপুর।
কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘সাদা মনের মানুষ’ সম্মাননায় ভূষিত হন এ কবি। ২০০৯ সালে পান নকশি কাঁথা সাহিত্য পুরস্কার। ২০১৩ সালে পান সাংবাদিক গৌতম স্মৃতি পুরস্কার। ২০১৯ সালে পান কবি জসীম উদদীন স্বর্ণপদক।
কবির মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিশিষ্টজনেরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫