ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
তৃতীয় ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮৬ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকালে শীতের কারণে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত দৌলতপুর মধ্যমপাড়া কেন্দ্রে ২৮ শতাংশ খয়েরবাড়ী বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১০ শতাংশ ও শিবনগর ইউনিয়নে ১০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় সদস্যের একটি করে পুলিশের মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এ ছাড়া তিনজন ভ্রাম্যমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯০ সদস্যের তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স (র্যাব)-এর ৮ সদস্যের তিনটি টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, সাতটি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতটি ইউনিয়নের ৬৪টি ভোটকেন্দ্রে ৩৫৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত চলবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন চলাকালে প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃতীয় ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮৬ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকালে শীতের কারণে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত দৌলতপুর মধ্যমপাড়া কেন্দ্রে ২৮ শতাংশ খয়েরবাড়ী বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১০ শতাংশ ও শিবনগর ইউনিয়নে ১০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় সদস্যের একটি করে পুলিশের মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এ ছাড়া তিনজন ভ্রাম্যমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯০ সদস্যের তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স (র্যাব)-এর ৮ সদস্যের তিনটি টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, সাতটি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতটি ইউনিয়নের ৬৪টি ভোটকেন্দ্রে ৩৫৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত চলবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন চলাকালে প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫