খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।
ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে