দিনাজপুর প্রতিনিধি
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা ট্রেনের টিকিট কালেক্টরের বিরুদ্ধে হাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার রাতে দিনাজপুর স্টেশনে ট্রেন আটকিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও স্টেশন সুপারিনটেনডেন্ট আলোচনা করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে রাত ৯টা ১৪ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
শিক্ষার্থী আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকালে তার এক আত্মীয়সহ দিনাজপুরের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। যাত্রী দুজন হলেও তাদের কাছে বৈধ টিকিট ছিল একটি। যার নম্বর ছিল চ-২৪। ট্রেনে উঠে তিনি আত্মীয়কে নির্দিষ্ট আসনে বসিয়ে দিয়ে নিজে ‘ঞ’ বগিতে ওঠেন। প্রায় দেড়ঘন্টা পরে টিকিটি কালেক্টর মতিউর রহমান টিকিট দেখতে চাইলে আব্দুর রাজ্জাক জানান, যাত্রী দুজন হলেও তাদের কাছে একটি টিকিট আছে। মতিউর তার কাছে একজনের ভাড়া চাইলে তিনি বলেন, তার কাছে টাকার স্বল্পতা আছে। ভিড়ের মধ্যে চুরি যাওয়ার ভয়ে টাকা আসনের মধ্যে ব্যাগে রাখা আছে। ভিড়ের কারণে আনতে পারছেন না। পরে টিকিট কালেক্টর তাঁকে টিকিট কাটার জন্য বলতে থাকেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। আব্দুর রাজ্জাক বলেন, একপর্যায়ে বগিতে থাকা এটেনডেন্টসহ তাকে মারধর করে তার মুঠোফোন ছিনিয়ে নেন। প্রায় এক ঘণ্টা পরে রেল পুলিশের সহায়তায় মুঠোফোন ফেরত পেয়ে তিনি ফেসবুকে লাইভে এসে ঘটনার কথা জানিয়ে বিচার দাবি করেন।’
এদিকে তার ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা একত্রিত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিনাজপুর স্টেশনে জড়ো হন। রাত সাড়ে ৮টায় একতা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ালে শিক্ষার্থীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করেন ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রবিউল ইসলাম, রুবায়েত আল ফেরদৌস, শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, দিনাজপুর রেলস্টেশনের সুপারিনন্টেন্টে এবিএম জিয়াউর রহমান অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে মীমাংসায় বসেন। টিকিট কালেক্টর মতিউর রহমানের এমন আচরণের তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যত দূর জানতে পেরেছি ওই শিক্ষার্থীর কাছে বৈধ টিকিট ছিল না। তাকে টিকিট কাটতে বলায় উভয়ের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা ট্রেনের টিকিট কালেক্টরের বিরুদ্ধে হাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার রাতে দিনাজপুর স্টেশনে ট্রেন আটকিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও স্টেশন সুপারিনটেনডেন্ট আলোচনা করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে রাত ৯টা ১৪ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
শিক্ষার্থী আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকালে তার এক আত্মীয়সহ দিনাজপুরের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। যাত্রী দুজন হলেও তাদের কাছে বৈধ টিকিট ছিল একটি। যার নম্বর ছিল চ-২৪। ট্রেনে উঠে তিনি আত্মীয়কে নির্দিষ্ট আসনে বসিয়ে দিয়ে নিজে ‘ঞ’ বগিতে ওঠেন। প্রায় দেড়ঘন্টা পরে টিকিটি কালেক্টর মতিউর রহমান টিকিট দেখতে চাইলে আব্দুর রাজ্জাক জানান, যাত্রী দুজন হলেও তাদের কাছে একটি টিকিট আছে। মতিউর তার কাছে একজনের ভাড়া চাইলে তিনি বলেন, তার কাছে টাকার স্বল্পতা আছে। ভিড়ের মধ্যে চুরি যাওয়ার ভয়ে টাকা আসনের মধ্যে ব্যাগে রাখা আছে। ভিড়ের কারণে আনতে পারছেন না। পরে টিকিট কালেক্টর তাঁকে টিকিট কাটার জন্য বলতে থাকেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। আব্দুর রাজ্জাক বলেন, একপর্যায়ে বগিতে থাকা এটেনডেন্টসহ তাকে মারধর করে তার মুঠোফোন ছিনিয়ে নেন। প্রায় এক ঘণ্টা পরে রেল পুলিশের সহায়তায় মুঠোফোন ফেরত পেয়ে তিনি ফেসবুকে লাইভে এসে ঘটনার কথা জানিয়ে বিচার দাবি করেন।’
এদিকে তার ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা একত্রিত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিনাজপুর স্টেশনে জড়ো হন। রাত সাড়ে ৮টায় একতা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ালে শিক্ষার্থীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করেন ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রবিউল ইসলাম, রুবায়েত আল ফেরদৌস, শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, দিনাজপুর রেলস্টেশনের সুপারিনন্টেন্টে এবিএম জিয়াউর রহমান অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে মীমাংসায় বসেন। টিকিট কালেক্টর মতিউর রহমানের এমন আচরণের তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যত দূর জানতে পেরেছি ওই শিক্ষার্থীর কাছে বৈধ টিকিট ছিল না। তাকে টিকিট কাটতে বলায় উভয়ের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে