খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ভাঙাচোরা বাঁশের বেড়া আর জরাজীর্ণ ঢেউটিনের ঝুপড়িঘরে কেটেছে কৈশোর। ১৫ বছর পর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বদৌলতে মুক্ত বাতাস পেয়ে আবেগাপ্লুত দিনাজপুরের খানসামা উপজেলার আঁখি (২২)। ওই তরুণী উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের জমির চেয়ারম্যানপাড়ার ভ্যানচালক আলমের মেয়ে।
ওই তরুণীর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিশু বয়স থেকেই সবার মতো দুরন্তপনায় মেতে ছিলেন আঁখি। কিন্তু তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা দেখা যায় তাঁর। পরে ভ্যানচালক বাবা তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। কিন্তু অভাবের সংসারে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। একপর্যায়ে মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণীর প্যারালাইজড অবস্থায় ১৫টি বছর কাটে বন্দী ঘরেই। তাঁর বাবা আর সৎমা বন্দী ঘরেই তাঁর খাওয়া-দাওয়া, গোসল ও প্রাকৃতিক কর্ম সম্পাদনের চেষ্টা চালান। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পরই খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়।
এরপরে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার তাঁর খোঁজ নিতে ছুটে যান। এ সময় তাঁরা ওই তরুণীকে আর্থিক সহায়তা ও চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান করে। এই হুইলচেয়ারে মুক্ত বাতাসে বের হওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। এ সময় পরিবারের বসবাসের দুর্দশার কথা শুনে তাঁদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মমেন শাহ।
ওই তরুণীর বাবা আলম জানান, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তাই মেয়ের চিকিৎসা ও ভরণপোষণ কষ্টসাধ্য। এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর এই সহায়তা তাঁর পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর বিবেকের তাড়নায় ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে সবাই যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করে সে জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে আমরা কাজ করে যাচ্ছি।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, অসহায় এমন পরিবারের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এই পরিবারের স্বাভাবিকভাবে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হবে।
ভাঙাচোরা বাঁশের বেড়া আর জরাজীর্ণ ঢেউটিনের ঝুপড়িঘরে কেটেছে কৈশোর। ১৫ বছর পর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বদৌলতে মুক্ত বাতাস পেয়ে আবেগাপ্লুত দিনাজপুরের খানসামা উপজেলার আঁখি (২২)। ওই তরুণী উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের জমির চেয়ারম্যানপাড়ার ভ্যানচালক আলমের মেয়ে।
ওই তরুণীর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিশু বয়স থেকেই সবার মতো দুরন্তপনায় মেতে ছিলেন আঁখি। কিন্তু তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা দেখা যায় তাঁর। পরে ভ্যানচালক বাবা তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। কিন্তু অভাবের সংসারে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। একপর্যায়ে মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণীর প্যারালাইজড অবস্থায় ১৫টি বছর কাটে বন্দী ঘরেই। তাঁর বাবা আর সৎমা বন্দী ঘরেই তাঁর খাওয়া-দাওয়া, গোসল ও প্রাকৃতিক কর্ম সম্পাদনের চেষ্টা চালান। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পরই খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের দৃষ্টিগোচর হয়।
এরপরে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার তাঁর খোঁজ নিতে ছুটে যান। এ সময় তাঁরা ওই তরুণীকে আর্থিক সহায়তা ও চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান করে। এই হুইলচেয়ারে মুক্ত বাতাসে বের হওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। এ সময় পরিবারের বসবাসের দুর্দশার কথা শুনে তাঁদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মমেন শাহ।
ওই তরুণীর বাবা আলম জানান, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তাই মেয়ের চিকিৎসা ও ভরণপোষণ কষ্টসাধ্য। এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর এই সহায়তা তাঁর পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘বিষয়টি ফেসবুকে জানার পর বিবেকের তাড়নায় ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশে সবাই যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করে সে জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরামর্শক্রমে আমরা কাজ করে যাচ্ছি।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, অসহায় এমন পরিবারের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এই পরিবারের স্বাভাবিকভাবে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে