Ajker Patrika

দিনাজপুর সদরে কাল থেকে এক সপ্তাহের লকডাউন

প্রতিনিধি
দিনাজপুর সদরে কাল থেকে এক সপ্তাহের লকডাউন

দিনাজপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ১৫ জুন থেকে ২১ জুন মোট সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয় দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাটে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ওষুধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখতে বলা হয়েছে। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি ও জরুরি সেবা চালু থাকবে। 

সভায় অনলাইনে যুক্ত হন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, জীবনের প্রয়োজনে আমাদের কিছু ক্ষতির শিকার হতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের প্রণোদনার ব্যবস্থা করা হবে। সবাই যেন ঘরে থাকে সে জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে হবে। আমি মনে করি আমাদের করোনা সংক্রমণে হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, করোনা প্রতিরোধ কমিটির সচিব ও সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সুজা উর রব চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত