দিনাজপুর ও বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে এক স্কুলশিক্ষককে বরখাস্তের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন উপজেলা বিএনপির একাংশের নেতারা।
সড়ক অবরোধের কারণে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনা সাপেক্ষে বেলা ২টার দিকে অবরোধকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আন্দোলন কমিটির আহ্বায়ক লিটন চৌধুরী, জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক। এ সময় উপজেলা বিএনপির বেশকিছু নেতা-কর্মী ইউএনওর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, গত পাঁচ আগস্ট সরকার পতনের পরে পদাধিকার বলে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও। দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি শুরু করেছেন। সম্প্রতি চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানকে বরখাস্ত করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়ার নামে অর্থ নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে ন্যূনতম সৌজন্য বজায় রাখেন না।
আন্দোলনকারী শিক্ষকেরা অভিযোগ করেন, ইউএনও শিক্ষকদের আজকের কর্মসূচি বানচাল করতে রাজনৈতিক নেতাদের দিয়ে মোবাইল ফোন, ফেসবুকে ছাত্রদের দিয়ে বিভিন্ন পোস্ট করিয়ে হুমকি ও মুখোমুখি কর্মসূচি দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা কৌশলে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।
উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ইউএনও আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছেন। বালুমহাল, সার ডিলারদের কাছে অর্থ গ্রহণ এবং আশ্রয়ণ প্রকল্পসহ সব কাজে দুর্নীতি করে আসছেন। আজকের শান্তিপূর্ণ এই আন্দোলন দমন করতেও তিনি বৈষম্যবিরোধীদের নামে শিক্ষার্থীদের জড়ো করেছিলেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে শিক্ষার্থীরা সরে যান।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, যে শিক্ষককে বহালের দাবিতে আজকে আন্দোলন হচ্ছে তিনি দীর্ঘ প্রায় তিন মাস স্কুলে অনুপস্থিত। সরকার পতনের পরে তাঁকে সরিয়ে দিতে সেখানকার মানুষ বিক্ষোভ পর্যন্ত করেছেন। প্রশাসন থেকে তাঁকে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, অভিযোগকারীরা চেয়েছিলেন তাঁদের নেতৃত্বে সবকিছু চলবে। তাঁদের অনেকে বিভিন্ন মেলায় যাত্রা বা জুয়া চালানোর চেষ্টা করেছিলেন, তার অনুমতি দেওয়া হয়নি। আমার আমলে মাদকের বিরুদ্ধে ১৮০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম চালানো হয়েছে। সুতরাং যারা সামাজিক অপরাধ করেন তারা আমার বিরুদ্ধাচরণ করছেন।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসান বলেন, শিক্ষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের বীরগঞ্জে এক স্কুলশিক্ষককে বরখাস্তের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন উপজেলা বিএনপির একাংশের নেতারা।
সড়ক অবরোধের কারণে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনা সাপেক্ষে বেলা ২টার দিকে অবরোধকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আন্দোলন কমিটির আহ্বায়ক লিটন চৌধুরী, জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক। এ সময় উপজেলা বিএনপির বেশকিছু নেতা-কর্মী ইউএনওর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, গত পাঁচ আগস্ট সরকার পতনের পরে পদাধিকার বলে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও। দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি শুরু করেছেন। সম্প্রতি চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানকে বরখাস্ত করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়ার নামে অর্থ নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে ন্যূনতম সৌজন্য বজায় রাখেন না।
আন্দোলনকারী শিক্ষকেরা অভিযোগ করেন, ইউএনও শিক্ষকদের আজকের কর্মসূচি বানচাল করতে রাজনৈতিক নেতাদের দিয়ে মোবাইল ফোন, ফেসবুকে ছাত্রদের দিয়ে বিভিন্ন পোস্ট করিয়ে হুমকি ও মুখোমুখি কর্মসূচি দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা কৌশলে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।
উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ইউএনও আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছেন। বালুমহাল, সার ডিলারদের কাছে অর্থ গ্রহণ এবং আশ্রয়ণ প্রকল্পসহ সব কাজে দুর্নীতি করে আসছেন। আজকের শান্তিপূর্ণ এই আন্দোলন দমন করতেও তিনি বৈষম্যবিরোধীদের নামে শিক্ষার্থীদের জড়ো করেছিলেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে শিক্ষার্থীরা সরে যান।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, যে শিক্ষককে বহালের দাবিতে আজকে আন্দোলন হচ্ছে তিনি দীর্ঘ প্রায় তিন মাস স্কুলে অনুপস্থিত। সরকার পতনের পরে তাঁকে সরিয়ে দিতে সেখানকার মানুষ বিক্ষোভ পর্যন্ত করেছেন। প্রশাসন থেকে তাঁকে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, অভিযোগকারীরা চেয়েছিলেন তাঁদের নেতৃত্বে সবকিছু চলবে। তাঁদের অনেকে বিভিন্ন মেলায় যাত্রা বা জুয়া চালানোর চেষ্টা করেছিলেন, তার অনুমতি দেওয়া হয়নি। আমার আমলে মাদকের বিরুদ্ধে ১৮০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম চালানো হয়েছে। সুতরাং যারা সামাজিক অপরাধ করেন তারা আমার বিরুদ্ধাচরণ করছেন।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসান বলেন, শিক্ষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে