মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
সড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
এমন দৃশ্য চোখে পড়বে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের অদূরে মধ্যগৌরীপাড়া গ্রামের হাফিজুরের হোটেলে। এর অবস্থান দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে, হাসমিপট্টিতে।
ভোজনরসিক বাঙালির রোজার শেষে ইফতারে চাই শরবত কিংবা ঠান্ডা পানির পাশাপাশি সাধ্যমতো নানা স্বাদের খাবার। এর একটা বড় অংশ তেলে ভাজা ও মিস্টি মুখরোচক খাবার। স্থানীয় রোজাদারদের কাছে ইফতারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে হাফিজুরের হোটেলের মিহিদানা ও ছানার পোলাও।
রমজানের শুরু থেকে পৌর শহরসহ উপজেলার প্রতিটি এলাকার হাটবাজারে জমে উঠেছে ইফতার বাজার। স্থায়ী হোটেল-রেস্টুরেন্ট ছাড়াও বসেছে নানা মানের ও দামের ছোট-বড় মৌসুমি ইফতারির দোকান। এসব দোকানে বিক্রি হয় খেজুর, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হালিম, ছোলা ভুনা, ডালের বড়া ও জিলাপির মতো নানা সামগ্রী। কেউ কেউ বিক্রি করে নানা ধরনের ফলও।
আরেক শ্রেণির রেস্টুরেন্ট বা দোকানে পাওয়া যায় চিকেন ফ্রাই, পিৎজা, বারবিকিউ (ঝলসানো মাংস), নানা ধরনের কাবাব, তেহারি, কাচ্চি বিরিয়ানি, শাহি জিলাপি ও ভুনা খিচুড়ি।
ফুলবাড়ী পৌর শহরে রেস্টুরেন্ট, মৌসুমি ইফতারির দোকানসহ শতাধিক স্থানে নানা প্রকার ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে। তবে পৌর শহরবাসীর কাছে অন্যতম জনপ্রিয় ইফতারসামগ্রী মেলে হাফিজুরের হোটেলে। রমজানের শুরু থেকে প্রতিদিন মিহিদানা, ছানার পোলাওসহ হাফিজুরের হোটেলের বিভিন্ন ইফতারসামগ্রী কেনেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘হাফিজুরের হোটেলের ইফতারসামগ্রী অন্য দোকানের চেয়ে একটু ভিন্ন ধরনের। তাঁর দোকানের বিশেষ আকর্ষণ হচ্ছে মিহিদানা ও ছানার পোলাও। ইফতারের আগে আসতে একটু দেরি হলেই আর পাওয়া যায় না এ দুটি খাবার।’
দুদিন আগে এক বিকেলে ইফতারের কিছু সময় আগে হাফিজুরের হোটেলে গিয়ে দেখা যায়, হোটেলের সামনে ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন কর্মচারী।
কাচের শোকেসে রয়েছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিমের চপ, বুটের ডালের বড়া, ছোলা, মুড়ি, জিলাপি, নিমকি, বুন্দিয়া, মিহিদানা ও ছানার পোলাও।
কাঁটাবাড়ী গ্রামের মেনহাজ উদ্দিন বলেন, ‘অন্যান্য দোকানে বিভিন্ন আইটেম পাওয়া গেলেও মিহিদানা ও ছানার পোলাওয়ের জন্য হাফিজুরের হোটেলে আসি।’
সুজাপুর গ্রামের মাহাবুবুর রহমান জানালেন, তাঁর পরিবারের লোকজনের ইফতারে প্রতিদিন মিহিদানা ও ছানার পোলাও খাওয়া অভ্যাসে পরিণত হয়েছে। এ দুটি সামগ্রী ছাড়া তাঁদের যেন তৃপ্তি মেটে না।
হোটেলটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, তাঁর বড় ভাই আব্দুর রহমান বাবার সহায়তায় ১৯৮৫ সালে ব্যবসা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি বড় ভাইয়ের সঙ্গে ব্যবসায় যোগ দেন। বেশ কয়েক বছর আগে তিনি রেস্টুরেন্টে মিহিদানা ও ছানার পোলাও তৈরি শুরু করেন। সেই থেকে এখনো তা অব্যাহত রয়েছে।
হাফিজুর রহমান বলেন, বুটের বেসন, চিনি এবং কয়েক ধরনের মসলা দিয়ে তৈরি করা হয় তাঁদের মিহিদানা। আর বেসনের সঙ্গে দুধের ছানা ব্যবহার করে তৈরি করা হয় ছানার পোলাও। এ দুটি পদের প্রতিটি ২০০ টাকা কেজি। তাঁদের রেস্টুরেন্টে রমজান মাসে প্রতিদিন ২০ কেজি মিহিদানা এবং ২০ কেজি ছানার পোলাও বিক্রি হচ্ছে।
সড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
এমন দৃশ্য চোখে পড়বে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের অদূরে মধ্যগৌরীপাড়া গ্রামের হাফিজুরের হোটেলে। এর অবস্থান দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে, হাসমিপট্টিতে।
ভোজনরসিক বাঙালির রোজার শেষে ইফতারে চাই শরবত কিংবা ঠান্ডা পানির পাশাপাশি সাধ্যমতো নানা স্বাদের খাবার। এর একটা বড় অংশ তেলে ভাজা ও মিস্টি মুখরোচক খাবার। স্থানীয় রোজাদারদের কাছে ইফতারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে হাফিজুরের হোটেলের মিহিদানা ও ছানার পোলাও।
রমজানের শুরু থেকে পৌর শহরসহ উপজেলার প্রতিটি এলাকার হাটবাজারে জমে উঠেছে ইফতার বাজার। স্থায়ী হোটেল-রেস্টুরেন্ট ছাড়াও বসেছে নানা মানের ও দামের ছোট-বড় মৌসুমি ইফতারির দোকান। এসব দোকানে বিক্রি হয় খেজুর, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হালিম, ছোলা ভুনা, ডালের বড়া ও জিলাপির মতো নানা সামগ্রী। কেউ কেউ বিক্রি করে নানা ধরনের ফলও।
আরেক শ্রেণির রেস্টুরেন্ট বা দোকানে পাওয়া যায় চিকেন ফ্রাই, পিৎজা, বারবিকিউ (ঝলসানো মাংস), নানা ধরনের কাবাব, তেহারি, কাচ্চি বিরিয়ানি, শাহি জিলাপি ও ভুনা খিচুড়ি।
ফুলবাড়ী পৌর শহরে রেস্টুরেন্ট, মৌসুমি ইফতারির দোকানসহ শতাধিক স্থানে নানা প্রকার ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে। তবে পৌর শহরবাসীর কাছে অন্যতম জনপ্রিয় ইফতারসামগ্রী মেলে হাফিজুরের হোটেলে। রমজানের শুরু থেকে প্রতিদিন মিহিদানা, ছানার পোলাওসহ হাফিজুরের হোটেলের বিভিন্ন ইফতারসামগ্রী কেনেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘হাফিজুরের হোটেলের ইফতারসামগ্রী অন্য দোকানের চেয়ে একটু ভিন্ন ধরনের। তাঁর দোকানের বিশেষ আকর্ষণ হচ্ছে মিহিদানা ও ছানার পোলাও। ইফতারের আগে আসতে একটু দেরি হলেই আর পাওয়া যায় না এ দুটি খাবার।’
দুদিন আগে এক বিকেলে ইফতারের কিছু সময় আগে হাফিজুরের হোটেলে গিয়ে দেখা যায়, হোটেলের সামনে ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন কর্মচারী।
কাচের শোকেসে রয়েছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিমের চপ, বুটের ডালের বড়া, ছোলা, মুড়ি, জিলাপি, নিমকি, বুন্দিয়া, মিহিদানা ও ছানার পোলাও।
কাঁটাবাড়ী গ্রামের মেনহাজ উদ্দিন বলেন, ‘অন্যান্য দোকানে বিভিন্ন আইটেম পাওয়া গেলেও মিহিদানা ও ছানার পোলাওয়ের জন্য হাফিজুরের হোটেলে আসি।’
সুজাপুর গ্রামের মাহাবুবুর রহমান জানালেন, তাঁর পরিবারের লোকজনের ইফতারে প্রতিদিন মিহিদানা ও ছানার পোলাও খাওয়া অভ্যাসে পরিণত হয়েছে। এ দুটি সামগ্রী ছাড়া তাঁদের যেন তৃপ্তি মেটে না।
হোটেলটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, তাঁর বড় ভাই আব্দুর রহমান বাবার সহায়তায় ১৯৮৫ সালে ব্যবসা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি বড় ভাইয়ের সঙ্গে ব্যবসায় যোগ দেন। বেশ কয়েক বছর আগে তিনি রেস্টুরেন্টে মিহিদানা ও ছানার পোলাও তৈরি শুরু করেন। সেই থেকে এখনো তা অব্যাহত রয়েছে।
হাফিজুর রহমান বলেন, বুটের বেসন, চিনি এবং কয়েক ধরনের মসলা দিয়ে তৈরি করা হয় তাঁদের মিহিদানা। আর বেসনের সঙ্গে দুধের ছানা ব্যবহার করে তৈরি করা হয় ছানার পোলাও। এ দুটি পদের প্রতিটি ২০০ টাকা কেজি। তাঁদের রেস্টুরেন্টে রমজান মাসে প্রতিদিন ২০ কেজি মিহিদানা এবং ২০ কেজি ছানার পোলাও বিক্রি হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে