Ajker Patrika

ফুলবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় পৌর এলাকার চকচকা গ্রামে ওই যুবকের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আব্দুল্লাহ উপজেলার চকচকা গ্রামের আজাদের ছেলে।

ফুলবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনা সত্য বলে জেনেছি। স্থানীয় লোকজন ঘটনাটি আমাকে জানায়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবার দায়ের করা মামলায় আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।’

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গত সোমবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় ফুসলিয়ে ধান খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আব্দুল্লাহ পালিয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত