ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে ফুলবাড়ীতে কয়েক যুগ ধরেই চলে আসছে বউ মেলা। আর এই মেলা শুধু নামে নয়, প্রতি বছর লক্ষ্মীপূজার পর দিনব্যাপী বসা এই মেলায় শুধু নারীদেরই অংশগ্রহণ। ক্রেতা হিসেবে এ মেলায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
আজ রোববার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে এ মেলার প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলায় কেনা কাটা করতে আসা সবিতা রায়, প্রতিমা রায়, দুলালী, নাসরিন, সুমিতা, কাকলিসহ অনেকে জানান, এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই প্রতি বছর তারা মেলায় কেনাকাটা করতে আসেন। এ অন্যরকম আনন্দ এক আনন্দ রয়েছে বলেও জানান তারা।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় শতবর্ষ ধরে লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন শুরু করেন। এরপর থেকে তাদের পরবর্তী প্রজন্ম এ মেলার আয়োজন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তবে মেলা শেষে সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষেরা প্রবেশ করতে পারে। মেলার নিরাপত্তার জন্য ভলান্টিয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’
দিনাজপুরে ফুলবাড়ীতে কয়েক যুগ ধরেই চলে আসছে বউ মেলা। আর এই মেলা শুধু নামে নয়, প্রতি বছর লক্ষ্মীপূজার পর দিনব্যাপী বসা এই মেলায় শুধু নারীদেরই অংশগ্রহণ। ক্রেতা হিসেবে এ মেলায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
আজ রোববার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে এ মেলার প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলায় কেনা কাটা করতে আসা সবিতা রায়, প্রতিমা রায়, দুলালী, নাসরিন, সুমিতা, কাকলিসহ অনেকে জানান, এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই প্রতি বছর তারা মেলায় কেনাকাটা করতে আসেন। এ অন্যরকম আনন্দ এক আনন্দ রয়েছে বলেও জানান তারা।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় শতবর্ষ ধরে লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন শুরু করেন। এরপর থেকে তাদের পরবর্তী প্রজন্ম এ মেলার আয়োজন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তবে মেলা শেষে সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষেরা প্রবেশ করতে পারে। মেলার নিরাপত্তার জন্য ভলান্টিয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে