এস এম রকি, খানসামা (দিনাজপুর)
দিনাজপুরের খানসামায় একটি নালার ভাঙনে হুমকির মুখে পড়েছে প্রায় ১৫ একর আবাদি জমি। বর্ষা এলে এসব জমিতে ভাঙন বাড়ে। এতে শুষ্ক মৌসুমে দ্রুত নালা রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন স্থানীয় কৃষকেরা।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের উত্তমপাড়া এলাকায় শাহারজান নামের পানি নিষ্কাশনের নালায় ভাঙন দেখা দিয়েছে। এতে কৃষিজমি হুমকির মুখে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৩০ জন কিষান-কিষানি। বর্ষায় এই ভাঙনের পরিমাণ বৃদ্ধি পায় বলে আশঙ্কায় দিন পার করছেন তাঁরা।
স্থানীয় কৃষকেরা জানান, অনেক দিন ধরে ভাবকী ইউনিয়নের উত্তমপাড়া এলাকার শাহারজান নালা দিয়ে এই অঞ্চলসহ পার্শ্ববর্তী গোয়ালডিহি ইউনিয়নের পানি বেলান নদীতে পড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে এই নালার ভাঙনের ফলে আবাদি জমি নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকেরা।
নালার ভাঙন রোধ ও আবাদি জমি রক্ষার জন্য গাইড ওয়াল নির্মাণের আবেদন জানিয়ে ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত রোববার লিখিত আবেদন জমা দিয়েছেন।
হতাশার কণ্ঠে স্থানীয় বাসিন্দা মেরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী রিকশাচালক। নালার ধারে ২০ শতক জমিই সম্বল। এ নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি। কেননা, কয়েক বছরে ভাঙনে অনেকটা জমি চলে গেছে, খরা মৌসুমে কিছুটা জমি উঁচু করলেও বর্ষার সব সময় শঙ্কায় থাকতে হয় কখন যেন আবাদি জমি বিলীন হয়।’
নালার ভাঙন নিয়ে চিন্তিত সাইদুজ্জামান নামের স্থানীয় এক যুবক। তিনি বলেন, ‘দ্রুত ভাঙন রোধে বর্ষার আগেই এই নালায় গাইড ওয়াল নির্মাণ করা জরুরি।’
নুর আলম নামে স্থানীয় এক চাষি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের ভাঙনে গাছ ও আবাদি জমি কমছে। আমার প্রায় চার বিঘা জমি নিয়ে দুশ্চিন্তায় আছি। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সুদৃষ্টি প্রয়োজন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নালা ভাঙনের স্থান ও আবাদি জমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সময়ে নেওয়া হবে। আবাদি জমি রক্ষা ও কৃষকদের যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।’
দিনাজপুরের খানসামায় একটি নালার ভাঙনে হুমকির মুখে পড়েছে প্রায় ১৫ একর আবাদি জমি। বর্ষা এলে এসব জমিতে ভাঙন বাড়ে। এতে শুষ্ক মৌসুমে দ্রুত নালা রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন স্থানীয় কৃষকেরা।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের উত্তমপাড়া এলাকায় শাহারজান নামের পানি নিষ্কাশনের নালায় ভাঙন দেখা দিয়েছে। এতে কৃষিজমি হুমকির মুখে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৩০ জন কিষান-কিষানি। বর্ষায় এই ভাঙনের পরিমাণ বৃদ্ধি পায় বলে আশঙ্কায় দিন পার করছেন তাঁরা।
স্থানীয় কৃষকেরা জানান, অনেক দিন ধরে ভাবকী ইউনিয়নের উত্তমপাড়া এলাকার শাহারজান নালা দিয়ে এই অঞ্চলসহ পার্শ্ববর্তী গোয়ালডিহি ইউনিয়নের পানি বেলান নদীতে পড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে এই নালার ভাঙনের ফলে আবাদি জমি নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকেরা।
নালার ভাঙন রোধ ও আবাদি জমি রক্ষার জন্য গাইড ওয়াল নির্মাণের আবেদন জানিয়ে ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত রোববার লিখিত আবেদন জমা দিয়েছেন।
হতাশার কণ্ঠে স্থানীয় বাসিন্দা মেরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী রিকশাচালক। নালার ধারে ২০ শতক জমিই সম্বল। এ নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি। কেননা, কয়েক বছরে ভাঙনে অনেকটা জমি চলে গেছে, খরা মৌসুমে কিছুটা জমি উঁচু করলেও বর্ষার সব সময় শঙ্কায় থাকতে হয় কখন যেন আবাদি জমি বিলীন হয়।’
নালার ভাঙন নিয়ে চিন্তিত সাইদুজ্জামান নামের স্থানীয় এক যুবক। তিনি বলেন, ‘দ্রুত ভাঙন রোধে বর্ষার আগেই এই নালায় গাইড ওয়াল নির্মাণ করা জরুরি।’
নুর আলম নামে স্থানীয় এক চাষি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের ভাঙনে গাছ ও আবাদি জমি কমছে। আমার প্রায় চার বিঘা জমি নিয়ে দুশ্চিন্তায় আছি। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সুদৃষ্টি প্রয়োজন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নালা ভাঙনের স্থান ও আবাদি জমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সময়ে নেওয়া হবে। আবাদি জমি রক্ষা ও কৃষকদের যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে