ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপে আবাদি জমি ফেটে চৌচির, নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপণ করতে পারছে না আমন ধানের চারা। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন এলাকাবাসী।
আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।
সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হোসেন শাহ।
স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।’
পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ‘ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা গতকাল শনিবার সকালে প্রথম নামাজ আদায় করেছি। আজ দ্বিতীয় নামাজ আদায় করলাম এবং আগামীকাল সোমবার তৃতীয় নামাজ আদায় করব।’
অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপে আবাদি জমি ফেটে চৌচির, নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপণ করতে পারছে না আমন ধানের চারা। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন এলাকাবাসী।
আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।
সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হোসেন শাহ।
স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।’
পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ‘ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা গতকাল শনিবার সকালে প্রথম নামাজ আদায় করেছি। আজ দ্বিতীয় নামাজ আদায় করলাম এবং আগামীকাল সোমবার তৃতীয় নামাজ আদায় করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫