দিনাজপুর প্রতিনিধি
উত্তরের জেলা দিনাজপুরে আবারও তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। চলতি মাসের শুরুর দিকে তাপমাত্রা কিছুটা কমলেও গত তিন দিন থেকে বাড়তে শুরু করেছে। গেল সপ্তাহে দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হলেও দিনাজপুর ছিল অনেকটাই বৃষ্টি শূন্য। এর আগে ৩০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।
জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গেল কয়েক দিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও আবারও তা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের দিকে ধাবিত হচ্ছে। দেশের অনেক স্থানে বৃষ্টি হলেও দিনাজপুরে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। গত কয়েক দিনে নামমাত্র বৃষ্টিপাত হয়েছে মাত্র ২১ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
এদিকে তাপদাহ আর ভ্যাপসা গরমে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। দোকানগুলোতে বেড়ে গেছে ডাব, শরবত, জুস আর খাবার স্যালাইনের চাহিদা। আজ (বুধবার) একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শহরের মডার্ন মোড়, মুন্সিপাড়া, হাসপাতাল মোড়, রেলস্টেশন, লিলির মোড়, পাহাড়পুর, বাস টার্মিনালসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমে রাস্তাঘাটে কমে গেছে যানবাহন চলাচল। যাত্রী না থাকায় কয়েকজন রিকশা ও অটোচালক গাছের ছায়ায় বিশ্রাম করছেন।
অপরদিকে, বৃষ্টি না হওয়ায় বিরূপ প্রভাব পড়ছে এলাকার কৃষিতে। খেতের ফলন ঠিক রাখতে কৃষকদের জমিতে সেচ দিতে হচ্ছে। আর এতে করে ধান উৎপাদন খরচ বহুগুণে বেড়ে যাচ্ছে।
শহরের বড়বন্দর এলাকার গৃহবধূ দিপা রায় বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের নিয়ে বিপদে পড়েছি। গরম থেকে বাঁচতে বাচ্চারা ২ / ৩ বার গোসল করছে। গরমে তাদের সর্দি লেগে গেছে।’
চকবাজার এলাকায় ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, ‘এই গরমে জান বাহির হই যাছে। কিন্তু উপায় নাই, কাজ না করিলে খামো কি? কবে যে বৃষ্টি হবে?’
সদরের ঘুঘুডাঙ্গা এলাকার কৃষক মাহমুদুন্নবী চৌধুরী বলেন, ‘এখন তো ধান পুষ্ট হওয়ার সময়। জমিতে রস না থাকলে ধান ভালো হবে কীভাবে? বাধ্য হয়ে আমাদের প্রতিদিন জমিতে সেচ দিতে হচ্ছে। এতে করে আমাদের খরচ বেড়ে যাচ্ছে।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘জেলায় আবারও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের দিকে ধাবিত হচ্ছে। বুধবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।’
তিনি বলেন, ‘এ মাসে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দেশের অনেক স্থানে বৃষ্টি হলেও দিনাজপুরে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। গত কয়েক দিনে নামমাত্র বৃষ্টিপাত হয়েছে মাত্র ২১ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।’
উত্তরের জেলা দিনাজপুরে আবারও তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। চলতি মাসের শুরুর দিকে তাপমাত্রা কিছুটা কমলেও গত তিন দিন থেকে বাড়তে শুরু করেছে। গেল সপ্তাহে দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হলেও দিনাজপুর ছিল অনেকটাই বৃষ্টি শূন্য। এর আগে ৩০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।
জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গেল কয়েক দিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও আবারও তা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের দিকে ধাবিত হচ্ছে। দেশের অনেক স্থানে বৃষ্টি হলেও দিনাজপুরে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। গত কয়েক দিনে নামমাত্র বৃষ্টিপাত হয়েছে মাত্র ২১ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
এদিকে তাপদাহ আর ভ্যাপসা গরমে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। দোকানগুলোতে বেড়ে গেছে ডাব, শরবত, জুস আর খাবার স্যালাইনের চাহিদা। আজ (বুধবার) একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শহরের মডার্ন মোড়, মুন্সিপাড়া, হাসপাতাল মোড়, রেলস্টেশন, লিলির মোড়, পাহাড়পুর, বাস টার্মিনালসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমে রাস্তাঘাটে কমে গেছে যানবাহন চলাচল। যাত্রী না থাকায় কয়েকজন রিকশা ও অটোচালক গাছের ছায়ায় বিশ্রাম করছেন।
অপরদিকে, বৃষ্টি না হওয়ায় বিরূপ প্রভাব পড়ছে এলাকার কৃষিতে। খেতের ফলন ঠিক রাখতে কৃষকদের জমিতে সেচ দিতে হচ্ছে। আর এতে করে ধান উৎপাদন খরচ বহুগুণে বেড়ে যাচ্ছে।
শহরের বড়বন্দর এলাকার গৃহবধূ দিপা রায় বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের নিয়ে বিপদে পড়েছি। গরম থেকে বাঁচতে বাচ্চারা ২ / ৩ বার গোসল করছে। গরমে তাদের সর্দি লেগে গেছে।’
চকবাজার এলাকায় ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, ‘এই গরমে জান বাহির হই যাছে। কিন্তু উপায় নাই, কাজ না করিলে খামো কি? কবে যে বৃষ্টি হবে?’
সদরের ঘুঘুডাঙ্গা এলাকার কৃষক মাহমুদুন্নবী চৌধুরী বলেন, ‘এখন তো ধান পুষ্ট হওয়ার সময়। জমিতে রস না থাকলে ধান ভালো হবে কীভাবে? বাধ্য হয়ে আমাদের প্রতিদিন জমিতে সেচ দিতে হচ্ছে। এতে করে আমাদের খরচ বেড়ে যাচ্ছে।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘জেলায় আবারও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের দিকে ধাবিত হচ্ছে। বুধবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।’
তিনি বলেন, ‘এ মাসে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দেশের অনেক স্থানে বৃষ্টি হলেও দিনাজপুরে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। গত কয়েক দিনে নামমাত্র বৃষ্টিপাত হয়েছে মাত্র ২১ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫