বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ব্যাপক আমদানি সত্ত্বেও দিনাজপুরের হাকিমপুর-হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ও কাঁচা মরিচের দামবৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। কারণ হিসেবে দুর্গাপূঁজার জন্য টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে মাত্র তিনদিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। টানা ৬ দিন বন্দর বন্ধ থাকবে জন্য এসব কাঁচামাল গুদামজাত করে দামবৃদ্ধি করছেন আড়তদাররা।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর-হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ বুধবার তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
এদিকে, কয়েকদিন ধরে এ বন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। গতকাল মঙ্গলবার একদিনে এ বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে তা ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত তিনদিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি। আজ দেখি ৯০ টাকা কেজি। আবার ভারত থেকে নাকি কয়েকদিন পেঁয়াজ আসবে না। তাহলে তো আরও দাম বাড়বে। এভাবে চললে আমরা চলব কি করে?’
কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দরে বসবাস করি। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনো আমাদের ২০০ টাকা কেজির ওপরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।’
হিলি বাজারে খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম একটু কম। তবে পুজার জন্য পোর্ট বন্ধ। বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ মজুত করছে, দাম বেশি পাবার আশায়।’
হিলিবন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন বিকেলে মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘পেঁয়াজে তেমন পরতা নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পরতা পড়ছে, লোকসান হচ্ছে। তাই কয়েকদিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি। বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। গতকাল ৪৯ গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।’
ব্যাপক আমদানি সত্ত্বেও দিনাজপুরের হাকিমপুর-হিলিতে খুচরা বাজারে পেঁয়াজ ও কাঁচা মরিচের দামবৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। কারণ হিসেবে দুর্গাপূঁজার জন্য টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে মাত্র তিনদিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। টানা ৬ দিন বন্দর বন্ধ থাকবে জন্য এসব কাঁচামাল গুদামজাত করে দামবৃদ্ধি করছেন আড়তদাররা।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর-হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন আগেও এই বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি। আজ বুধবার তা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
এদিকে, কয়েকদিন ধরে এ বন্দরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের আমদানি। গতকাল মঙ্গলবার একদিনে এ বন্দরে ভারতীয় ৪৯টি ট্রাকে ৪৪০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি। খুচরা বাজারে তা বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আজ তা পাইকারি হচ্ছে ২০০ টাকা কেজি। খুচরা বিক্রি হচ্ছে তা ২২০ টাকা কেজি। তবে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত তিনদিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি। আজ দেখি ৯০ টাকা কেজি। আবার ভারত থেকে নাকি কয়েকদিন পেঁয়াজ আসবে না। তাহলে তো আরও দাম বাড়বে। এভাবে চললে আমরা চলব কি করে?’
কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দরে বসবাস করি। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনো আমাদের ২০০ টাকা কেজির ওপরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।’
হিলি বাজারে খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ‘বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। কাঁচামরিচের দাম একটু কম। তবে পুজার জন্য পোর্ট বন্ধ। বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ মজুত করছে, দাম বেশি পাবার আশায়।’
হিলিবন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক বাবুল হোসেন বিকেলে মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘পেঁয়াজে তেমন পরতা নেই। ভারত থেকে আনতেই ৮৫ টাকা পরতা পড়ছে, লোকসান হচ্ছে। তাই কয়েকদিন থেকে পেঁয়াজ আমদানি করছি না। তবে কাঁচামরিচ আমদানি করছি। বর্তমান কাঁচামরিচ আমদানি অনেক বেশি হচ্ছে। গতকাল ৪৯ গাড়ি কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে