Ajker Patrika

বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

দিনাজপুরের বিরলে নাইটকোচ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বোচাগঞ্জ সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর আলী পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহতের নাম মমতাজ আলী সরা (৫৫)। তিনি বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, 'ঢাকা থেকে আসা রাহবার এন্টারপ্রাইজ বোচাগঞ্জে যাওয়ার পথে অপর দিক থেকে আসা সিএনজির সঙ্গে দিনাজপুর শহরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও চারজন। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইটকোচের চালক পলাতক রয়েছেন। নাইটকোচটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।'      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত