Ajker Patrika

দিনাজপুরে এক দিনে ৪৮৩ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১৬: ০৮
দিনাজপুরে এক দিনে ৪৮৩ জনের করোনা শনাক্ত 

দিনাজপুর: দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮৩ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৫৮ জন। মৃত ১৫৮ জনের মধ্যে ৮০ জনই সদর উপজেলার বাসিন্দা। এর মধ্যে গত ২৪ দিনেই মারা গেছে ৫৩ জন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন জানান, আজ সকাল ৯টা পর্যন্ত ১ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮৩ জন করোনা শনাক্ত হয়। এতে আক্রান্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০। নতুন আক্রান্ত ৪৮৩ জনের মধ্যে সদর উপজেলার ৩১৩, বিরলে ৫, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, চিরিরবন্দরে ৯, ফুলবাড়ীতে ৭, খানসামায় ২, নবাবগঞ্জে ১০ ও পার্বতীপুর উপজেলায় ১৬ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৬৭৮ জন; যা আগের দিন ছিল ১ হাজার ২৩৫ জন।

দিনাজপুরে মোট আক্রান্ত ৭ হাজার ৮০০ জনের মধ্যে সদর উপজেলার সবচেয়ে বেশি রয়েছেন, ৪ হাজার ৫৬৭ জন। এ ছাড়া বিরলের ৪১১, বিরামপুরের ৪৭২, বীরগঞ্জের ২০১, বোচাগঞ্জের ২৪০, চিরিরবন্দরের ২৭৭, ফুলবাড়ীর ২৭০, ঘোড়াঘাটের ৯৭, হাকিমপুরের ১৯১, কাহারোলের ১৮৩, খানসামার ১৩৩, নবাবগঞ্জের ২১৪ ও পার্বতীপুরের ৫৪৪ জন রয়েছেন। মৃত ১৫৮ জনের মধ্যে সদর উপজেলায় ৮০, বিরলে ৯, বিরামপুরে ১০, বীরগঞ্জে ৬, বোচাগঞ্জে ৫, চিরিরবন্দরে ১৩, ফুলবাড়ীতে ৯, হাকিমপুরে ২, কাহারোলে ৫, খানসামায় ৪, নবাবগঞ্জে ৩ ও পার্বতীপুর উপজেলায় ১২ জন রয়েছেন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৬টিসহ এ পর্যন্ত ৪৮ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২টিসহ এ পর্যন্ত ৪৫ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৩ জনসহ ৩৯ হাজার ৩৭৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং ১২৫ জনসহ ৩৫ হাজার ৩৯০ জন কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬১২ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৬৬ এবং উপসর্গ নিয়ে ৪৮ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত