দিনাজপুর প্রতিনিধি
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
টানা পাঁচ দিনের বর্ষণ আর উজানের ঢলে দিনাজপুরে নদ-নদীর পানি বেড়েছে। বিশেষ করে শহরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল রোববার আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭০ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানিতে নদীর পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন নিরাপস্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল রাত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
পুনর্ভবা নদী সংলগ্ন লালবাগ, শান্তির মোড়, গোবরাপাড়া, মাঝাডাঙ্গা, বাঙ্গিবেচাঘাট ও হঠাৎপাড়া এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক পরিবার রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। লালবাগ শান্তিরমোড় এলাকায় আব্দুল মজিদ বলেন, গত রাতে তাদের বাড়িতে পানি উঠে। পরে ভোররাতে ঘর থেকে চৌকি নিয়ে এসে সড়কের পাশে পলিথিনের শামিয়ানা টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আজকে বৃষ্টি না হলেও নদীর পানি বাড়ছেই।
গোবরাপাড়া এলাকার সোহেল বলেন, পুনর্ভবার নদীর পাড়ে আজকে কম করে হলেও শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। অনেক দিন বন্যা না হওয়ায় মানুষের কোন প্রস্তুতি নেই। তাই মানুষজন বেশ কষ্টে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫ মিটার। আজ বেলা ৩টায় এই নদীর পানি প্রবাহিত হয় ৩৩ দশমিক ১৪ মিটারের ওপর দিয়ে। অর্থাৎ বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পুনর্ভবা নদীর পানি।’
তিনি আরও বলেন, ‘আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৮ দশমিক ৯৮ মিটার দিয়ে। ছোট যমুনা নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৯ দশমিক ৮৬ মিটার দিয়ে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ছোট যমুনা নদীর পানি থেমে রয়েছে। সোমবার রাত থেকে পানি কমতে শুরু করবে বলে ধারণা করছি।’
জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা দুর্গত মানুষের মধ্যে প্রাথমিকভাবে সাড়ে তিন শত বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫