ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদসহ এক দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। এ সময় দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারের বাসভবন ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়।
আজ রোববার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দলে দলে সমবেত হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টায় তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। সাড়ে ১১টার দিকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে সড়ক ব্যারিকেড দিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সমাবেশ করে আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছিলেন। তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় কিছু যুবক। তর্কবিতর্কের একপর্যায়ে দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগরে সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের পাঁচতলা বাস ভবন ও দলীয় কার্যালয়ে ইট পাটকেল মেরে ভাঙচুর করা হয়। এ সময় দলীয় নেতা–কর্মীরা বাসভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের রক্ষা করেন।
এতে আরও উত্তপ্ত হয়ে উঠে ফুলবাড়ী। এ সময় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, ভাঙচুরের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার দায়ভার আমরা নেব না।
অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ কেন তাদের গুলি করে মারছে? কী দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র, অধিকারের কথা বলা যাবে না! সন্তানদের পাশে দাঁড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদের পাশে আছি। আমরা শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।
সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদসহ এক দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। এ সময় দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারের বাসভবন ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়।
আজ রোববার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দলে দলে সমবেত হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টায় তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। সাড়ে ১১টার দিকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে সড়ক ব্যারিকেড দিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সমাবেশ করে আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছিলেন। তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় কিছু যুবক। তর্কবিতর্কের একপর্যায়ে দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগরে সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের পাঁচতলা বাস ভবন ও দলীয় কার্যালয়ে ইট পাটকেল মেরে ভাঙচুর করা হয়। এ সময় দলীয় নেতা–কর্মীরা বাসভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের রক্ষা করেন।
এতে আরও উত্তপ্ত হয়ে উঠে ফুলবাড়ী। এ সময় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, ভাঙচুরের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার দায়ভার আমরা নেব না।
অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ কেন তাদের গুলি করে মারছে? কী দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র, অধিকারের কথা বলা যাবে না! সন্তানদের পাশে দাঁড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদের পাশে আছি। আমরা শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে