Ajker Patrika

ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২: ০৭
ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী (প্রাপ্ত ভোট ৭২৪) ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন (প্রাপ্ত ভোট ৭৩৬) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তারা আলাদা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

আজ মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। নির্বাচনে ২ হাজার ৯৬৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯২৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে দুইটি ভোট বাতিল হয়েছে।

সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান পেয়েছেন ৬৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট। 

Election-Win_DUJ-2নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ সভাপতি এম এ কুদ্দুস, সহ সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, কল্যান সম্পাদক জোবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন এবং নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু।

এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন মুজিব মাসুদ, দুলাল খান, ইবরাহিম হোসেন, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, মহিউদ্দিন পলাশ এবং রেহানা পারভীন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত