নিজস্ব প্রতিবেদক, সাভার
নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’
নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে