Ajker Patrika

জবিতে রাত ১০টার পর ক্যাম্পাস ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের 

জবি সংবাদদাতা 
জবিতে রাত ১০টার পর ক্যাম্পাস ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর কাউকে অবস্থান না করার জন্য অনুরোধ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আবাসিক প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীরা দূরদূরান্ত থেকে আসে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাত ১০টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।’ 

তবে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত