নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার মামলা করেছেন এক সংগীতশিল্পী।
পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন জনৈক ইলিয়াস হোসেন। তিনি নিজেকে একজন সংগীতশিল্পী বলে দাবি করেছেন।
এর আগে গতকাল নুরের বিরুদ্ধে একই ধারায় মামলা করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব। তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
দুই মামলার এজাহারে প্রায় একই অভিযোগ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত বুধবার নুরুল হক নুর ফেসবুক লাইভে এসে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’ এমন বক্তব্যে আওয়ামী লীগকে সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে নুর আঘাত হেনেছেন।
গতকাল রাতে সংগীতশিল্পী পরিচয় দেওয়া ইলিয়াস হোসেন পল্টন থানায় নুরের বিরুদ্ধে মামলা করেন। আজ বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইলিয়াস হোসেন মামলার এজাহারে বলেছেন, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, যার উল্লেখযোগ্য অংশ হলো যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না- ইত্যাদি উসকানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আক্রমণাত্মক বক্তব্য দেন। এ ভিডিও অজ্ঞাতপরিচয় অসংখ্য ফেসবুক আইডি ও ফেসবুক পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে। এমন বক্তব্যে আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।
ইলিয়াস হোসেন নিজেকে সংগীতশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বনামধন্য একটা দল, আমি এই দলেরই একজন সমর্থক। স্পষ্টভাবেই সে (নুর) বলেছে, যারা প্রকৃত মুসলমান তারা আওয়ামী লীগ করতে পারে না। এই দল যারা করে তারা চিটার, বাটপার। তার এই কথা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমার ধারণা নিশ্চয় পুলিশ এটাকে আমলে নিবে এবং তাকে আইনের আওতায় আনা হবে।
গত বুধবার নুরুল হক নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের তীব্র সমালোচনা করেন। নুর বলেন, তারা মুসলমান না। তাদের কোনো বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা। তারা শরিয়াহ ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।
তিনি লাইভে আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘তারা ঘুষ নেয়, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং টেন্ডার ব্যবসা করেন। আবার নিজেদের মুসলমানও দাবি করেন। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারেন না। যারা আওয়ামী লীগ সমর্থন করেন, তারা প্রকৃত মুসলমান নয়।
এদিকে মামলা হওয়ার পর ফেসবুকে দেওয়া নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নুরুল হক নুর। গতকাল রাতে ফেসবুক লাইভ এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
নুর বলেন, আমি ১৬ তারিখের লাইভে অত্যন্ত যৌক্তিকভাবে বলেছিলাম, আপনি নিজে রোজা থাকবেন কিন্তু অন্যকে রোজা থাকতে দেবেন না, অধিকার আদায়ের কথা বললে দমন-নিপীড়ন করবেন, কারাগারে নেবেন, অসুস্থ মানুষকে কারাগারে ওষুধ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন না। অবশ্যই এগুলো জঘন্য কাজ। মানবতাবিরোধী এমন কাজের সমালোচনা করা উচিত। এ ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য স্বাভাবিকভাবে রাগ-ক্ষোভ থেকে ওইদিন কিছু কথা বলেছিলাম।
নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নুর বলেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। সেক্ষেত্রে আমি চাইব না তারা আমার প্রতি ক্ষুব্ধ হোক। ১৬ তারিখে দেওয়া বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমি ১৭ তারিখ লাইভেও এটা বলেছি, আবারও বলছি। সেদিনের লাইভের বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। মানুষ মাত্রই ভুল, তাই আমার ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।
মামলার বিষয়ে তিনি বলেন, ওই বক্তব্যকে পুঁজি করে হয়রানি করার জন্য মামলা করা পুরোপুরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র।
ঢাকা: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার মামলা করেছেন এক সংগীতশিল্পী।
পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন জনৈক ইলিয়াস হোসেন। তিনি নিজেকে একজন সংগীতশিল্পী বলে দাবি করেছেন।
এর আগে গতকাল নুরের বিরুদ্ধে একই ধারায় মামলা করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব। তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
দুই মামলার এজাহারে প্রায় একই অভিযোগ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত বুধবার নুরুল হক নুর ফেসবুক লাইভে এসে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’ এমন বক্তব্যে আওয়ামী লীগকে সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে নুর আঘাত হেনেছেন।
গতকাল রাতে সংগীতশিল্পী পরিচয় দেওয়া ইলিয়াস হোসেন পল্টন থানায় নুরের বিরুদ্ধে মামলা করেন। আজ বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইলিয়াস হোসেন মামলার এজাহারে বলেছেন, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, যার উল্লেখযোগ্য অংশ হলো যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না- ইত্যাদি উসকানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আক্রমণাত্মক বক্তব্য দেন। এ ভিডিও অজ্ঞাতপরিচয় অসংখ্য ফেসবুক আইডি ও ফেসবুক পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে। এমন বক্তব্যে আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।
ইলিয়াস হোসেন নিজেকে সংগীতশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বনামধন্য একটা দল, আমি এই দলেরই একজন সমর্থক। স্পষ্টভাবেই সে (নুর) বলেছে, যারা প্রকৃত মুসলমান তারা আওয়ামী লীগ করতে পারে না। এই দল যারা করে তারা চিটার, বাটপার। তার এই কথা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমার ধারণা নিশ্চয় পুলিশ এটাকে আমলে নিবে এবং তাকে আইনের আওতায় আনা হবে।
গত বুধবার নুরুল হক নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের তীব্র সমালোচনা করেন। নুর বলেন, তারা মুসলমান না। তাদের কোনো বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা। তারা শরিয়াহ ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।
তিনি লাইভে আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘তারা ঘুষ নেয়, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং টেন্ডার ব্যবসা করেন। আবার নিজেদের মুসলমানও দাবি করেন। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারেন না। যারা আওয়ামী লীগ সমর্থন করেন, তারা প্রকৃত মুসলমান নয়।
এদিকে মামলা হওয়ার পর ফেসবুকে দেওয়া নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নুরুল হক নুর। গতকাল রাতে ফেসবুক লাইভ এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
নুর বলেন, আমি ১৬ তারিখের লাইভে অত্যন্ত যৌক্তিকভাবে বলেছিলাম, আপনি নিজে রোজা থাকবেন কিন্তু অন্যকে রোজা থাকতে দেবেন না, অধিকার আদায়ের কথা বললে দমন-নিপীড়ন করবেন, কারাগারে নেবেন, অসুস্থ মানুষকে কারাগারে ওষুধ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন না। অবশ্যই এগুলো জঘন্য কাজ। মানবতাবিরোধী এমন কাজের সমালোচনা করা উচিত। এ ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য স্বাভাবিকভাবে রাগ-ক্ষোভ থেকে ওইদিন কিছু কথা বলেছিলাম।
নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নুর বলেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। সেক্ষেত্রে আমি চাইব না তারা আমার প্রতি ক্ষুব্ধ হোক। ১৬ তারিখে দেওয়া বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমি ১৭ তারিখ লাইভেও এটা বলেছি, আবারও বলছি। সেদিনের লাইভের বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। মানুষ মাত্রই ভুল, তাই আমার ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।
মামলার বিষয়ে তিনি বলেন, ওই বক্তব্যকে পুঁজি করে হয়রানি করার জন্য মামলা করা পুরোপুরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫