নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫