জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মশাল মিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন একদল শিক্ষক-শিক্ষার্থী। এ সময় সেখানে কবিতা আবৃত্তি ও ভুক্তভোগীদের বঞ্চনা তুলে ধরা হয়।
অন্যদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি মেয়েদের হল সংলগ্ন রাস্তা ঘুরে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বটতলায় জনসংযোগ কর্মসূচি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আরিফ সোহেল।
এ সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবীব বলেন, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির হোসেনের পদত্যাগ, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির শাস্তি প্রদান, অছাত্রদের বের করা এবং ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জনসংযোগ কর্মসূচিতে আরও বক্তব্য দেন অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক জামালউদ্দিন রুনু, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক লুৎফর এলাহী প্রমুখ।
এদিকে মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চারটি দাবি পেশ করেন আন্দোলনকারীরা। সেখানে আগামী রোববার বিকেলে পরিবহন চত্বরে ধর্ষণ বিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এ সব দাবির মধ্যে আছে ধর্ষণে অভিযুক্ত ও পলায়নে সহযোগিতাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে, মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট এবং হল প্রশাসনের বিরুদ্ধে আসা পলায়নে সাহায্য করার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করতে হবে, সকল আবাসিক হল থেকে অছাত্রদের তাড়াতে হবে, ক্যাম্পাসের নিরাপত্তা শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা।
এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমুরি বলেন, ‘এই ধর্ষণ এক দিনের ফসল নয়। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া অছাত্র দ্বারা একজন নারী নিপীড়িত হয়েছে। এটা লজ্জ্বার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। যে প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারে না সে প্রশাসনের প্রতি ধিক্কার।’
এ ছাড়াও বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি নতুন রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান সাংবাদিকদের নিকট দাবি করেন, ‘আমরা তদন্ত করতে আসিনি। আমরা পরিদর্শক দল হিসেবে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
এ সময় সেখানে কমিটির অন্য সদস্য ইউজিসির উপপরিচালক মৌলি আজাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:–
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মশাল মিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন একদল শিক্ষক-শিক্ষার্থী। এ সময় সেখানে কবিতা আবৃত্তি ও ভুক্তভোগীদের বঞ্চনা তুলে ধরা হয়।
অন্যদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি মেয়েদের হল সংলগ্ন রাস্তা ঘুরে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বটতলায় জনসংযোগ কর্মসূচি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আরিফ সোহেল।
এ সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবীব বলেন, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির হোসেনের পদত্যাগ, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির শাস্তি প্রদান, অছাত্রদের বের করা এবং ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জনসংযোগ কর্মসূচিতে আরও বক্তব্য দেন অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক জামালউদ্দিন রুনু, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক লুৎফর এলাহী প্রমুখ।
এদিকে মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চারটি দাবি পেশ করেন আন্দোলনকারীরা। সেখানে আগামী রোববার বিকেলে পরিবহন চত্বরে ধর্ষণ বিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এ সব দাবির মধ্যে আছে ধর্ষণে অভিযুক্ত ও পলায়নে সহযোগিতাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে, মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট এবং হল প্রশাসনের বিরুদ্ধে আসা পলায়নে সাহায্য করার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করতে হবে, সকল আবাসিক হল থেকে অছাত্রদের তাড়াতে হবে, ক্যাম্পাসের নিরাপত্তা শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা।
এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমুরি বলেন, ‘এই ধর্ষণ এক দিনের ফসল নয়। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া অছাত্র দ্বারা একজন নারী নিপীড়িত হয়েছে। এটা লজ্জ্বার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। যে প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারে না সে প্রশাসনের প্রতি ধিক্কার।’
এ ছাড়াও বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি নতুন রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান সাংবাদিকদের নিকট দাবি করেন, ‘আমরা তদন্ত করতে আসিনি। আমরা পরিদর্শক দল হিসেবে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
এ সময় সেখানে কমিটির অন্য সদস্য ইউজিসির উপপরিচালক মৌলি আজাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:–
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫