Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলায় জি কে শামীমের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলায় জি কে শামীমের জামিন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, এ মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় এখনই তাঁর কারামুক্তি মিলছে না। আর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।’ 

২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে জি কে শামীম ও তার মাকে আসামি করে মামলা করে দুদক। ২০২১ সালে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আর ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত