Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদিখানে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদিখানে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোক্তার, হাবিবুল্লাহ, আলমগীর মীর, ওমর ফারক, রমজান বেপারীসহ উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। টেঁটাবিদ্ধ আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মীর বংশের রুকুল মীর বলেন, ‘গত নির্বাচনে বেপারী বংশের আনোয়ার হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই বেপারীরা বিভিন্নভাবে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। আজ আমাদের চারজনকে টেটাবিদ্ধ করেছে।’ 

অভিযোগ অস্বীকার করে বেপারী বংশের আনিছ বেপারী বলেন, ‘আজ সন্ধ্যায় রুকুল মীর নিজে নেতৃত্ব দিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে আমাদের চার-পাঁচজন টেটাবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে।’ 

লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুই বংশের বিরোধ অনেক পুরোনো। এর আগেও আমি তাদের বিরোধের সমাধানের চেষ্টা করেছি। আজ দু’পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হয়েছে।’ 

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ আছে তবে আমি নিজেও এখন ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত