ঢাবি প্রতিনিধি
পরিচয় শনাক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের হিজাব না খুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ভাইবা বোর্ডে নিকাব ও হিজাব পরিহিতদের হেনস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশে এ পরামর্শ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ–সমাবেশ শেষ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য হিজাব নিকাব খোলার কথা বলা হয়। কিন্তু এখন তথ্যপ্রযুক্তির যুগে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলছি, তাতে তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে না পারেন, তাহলে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে দেব। অন্যথায় নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করুন। আমাদের বোনদের অযথা হয়রানি করবেন না।’
আজ উপাচার্য বরাবর শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ভাইভা বোর্ডে পর্দানশিন শিক্ষার্থীদের হেনস্তার সুষ্ঠু তদন্ত করা এবং নিকাব পরিধান করায় ভাইভা না নেওয়া শিক্ষার্থীর ভাইভা নেওয়ার ব্যবস্থা করা; অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন কর্তৃক ভুক্তভোগী শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য অপবাদ দিয়ে ভিকটিম ব্লেমিং করায় এবং পর্দানশিন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে না এসে বাসায় পড়াশোনা করবেন বলে বর্ণবাদী মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা; বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করা; পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা; দ্রুততম সময়ে সব অনুষদের সব বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের হেনস্তা করা বন্ধে নোটিশ প্রদান করা; বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করা এবং হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করা ও এসব ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন। তাঁরা যেসব বিষয়ে কথা বলছেন সেটাও দেখেছি, তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস। শার্ট, প্যান্ট, টুপি, পাঞ্জাবি পরিহিত সব ধরনের মানুষ থাকবে। সবার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য যতটুকু করা দরকার অভিভাবক হিসেবে শিক্ষকদের ততটুকু করতে হবে।’
পরিচয় শনাক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের হিজাব না খুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ভাইবা বোর্ডে নিকাব ও হিজাব পরিহিতদের হেনস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশে এ পরামর্শ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ–সমাবেশ শেষ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য হিজাব নিকাব খোলার কথা বলা হয়। কিন্তু এখন তথ্যপ্রযুক্তির যুগে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলছি, তাতে তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে না পারেন, তাহলে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে দেব। অন্যথায় নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করুন। আমাদের বোনদের অযথা হয়রানি করবেন না।’
আজ উপাচার্য বরাবর শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ভাইভা বোর্ডে পর্দানশিন শিক্ষার্থীদের হেনস্তার সুষ্ঠু তদন্ত করা এবং নিকাব পরিধান করায় ভাইভা না নেওয়া শিক্ষার্থীর ভাইভা নেওয়ার ব্যবস্থা করা; অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন কর্তৃক ভুক্তভোগী শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য অপবাদ দিয়ে ভিকটিম ব্লেমিং করায় এবং পর্দানশিন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে না এসে বাসায় পড়াশোনা করবেন বলে বর্ণবাদী মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা; বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করা; পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা; দ্রুততম সময়ে সব অনুষদের সব বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের হেনস্তা করা বন্ধে নোটিশ প্রদান করা; বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করা এবং হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করা ও এসব ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন। তাঁরা যেসব বিষয়ে কথা বলছেন সেটাও দেখেছি, তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস। শার্ট, প্যান্ট, টুপি, পাঞ্জাবি পরিহিত সব ধরনের মানুষ থাকবে। সবার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য যতটুকু করা দরকার অভিভাবক হিসেবে শিক্ষকদের ততটুকু করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫