নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমজান মাসে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে ইফতারের আগে ও পরে চার ঘণ্টার বিশেষ ব্যবস্থা রাখবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার দুপুরে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘‘ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ইফতারির আগে পিক আওয়ারে বিকেল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত অতিরিক্ত জনবল মোতায়েন করা হবে। ট্রাফিক পিক আওয়ার বিবেচনায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশ আর থানা-পুলিশ যৌথভাবে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে দায়িত্ব পালন করবে। সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়া ভিত্তিক বিভিন্ন টার্মিনালের পরিবহন মালিক এবং শ্রমিকদের সঙ্গে সভার আয়োজন করা।’’
‘‘ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বিভিন্ন ইন্টারসেকশনের মোড়ে মোড়ে যেন রিকশা, মোটরসাইকেল, সিএনজি যত্রতত্র দাঁড়িয়ে যানবাহনের গতি ব্যাহত না করে সে ব্যাপারে সচেষ্ট থাকা। যেসব বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের সুবিধা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশে সড়কে এক লেনের অতিরিক্ত কোনো যানবাহন দাঁড়িয়ে থেকে সড়কের প্রশস্ততা যেন কমে না যায় সে বিষয়ে নজরদারি থাকবে। প্রধান সড়কে হকাররা যেন কোনো অবস্থাতেই তাদের পসরা সাজিয়ে না বসে সে দিকে খেয়াল রাখা এবং বিভিন্ন টার্মিনাল, মার্কেট, বিপণিবিতানে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার জন্য ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপন করা ও প্রয়োজনীয় ওয়াচ টাওয়ার রাখা।’’
এ ছাড়া রমজান মাসে রাজধানীর সড়কগুলোতে সংস্কার কাজ করে বিভিন্ন সংস্থা। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এসব সংস্থাগুলোকে চিঠি দেওয়া হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় যারা সংস্কার কাজ করেন ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সংস্থা— তারা রমজান মাসে সবার স্বার্থের কথা মাথায় রেখে এসব কাজ বন্ধ রাখবেন। এসব কাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানাব।’
সংবাদ সম্মেলনের আগে ডিএমপি কমিশনার ব্যবসায়ী, গোয়েন্দা সংস্থা, দুই সিটি করপোরেশনসহ ২২টি সংস্থা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এসব সংস্থা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
মতবিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘কোনো মার্কেটে আগুন লাগলে সেই দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমনকি কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সিটি-এসবি, পুলিশ সদর দপ্তর, এমআরটি পুলিশ, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, ইসলামপুর কাপড় ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ও ছোলার ডাল ব্যবসায়ী সমিতি, পেঁয়াজ ব্যবসায়ী সমিতি, কারওয়ান বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির দায়িত্বশীলরা।
রমজান মাসে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে ইফতারের আগে ও পরে চার ঘণ্টার বিশেষ ব্যবস্থা রাখবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার দুপুরে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘‘ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ইফতারির আগে পিক আওয়ারে বিকেল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত অতিরিক্ত জনবল মোতায়েন করা হবে। ট্রাফিক পিক আওয়ার বিবেচনায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশ আর থানা-পুলিশ যৌথভাবে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে দায়িত্ব পালন করবে। সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়া ভিত্তিক বিভিন্ন টার্মিনালের পরিবহন মালিক এবং শ্রমিকদের সঙ্গে সভার আয়োজন করা।’’
‘‘ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বিভিন্ন ইন্টারসেকশনের মোড়ে মোড়ে যেন রিকশা, মোটরসাইকেল, সিএনজি যত্রতত্র দাঁড়িয়ে যানবাহনের গতি ব্যাহত না করে সে ব্যাপারে সচেষ্ট থাকা। যেসব বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের সুবিধা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশে সড়কে এক লেনের অতিরিক্ত কোনো যানবাহন দাঁড়িয়ে থেকে সড়কের প্রশস্ততা যেন কমে না যায় সে বিষয়ে নজরদারি থাকবে। প্রধান সড়কে হকাররা যেন কোনো অবস্থাতেই তাদের পসরা সাজিয়ে না বসে সে দিকে খেয়াল রাখা এবং বিভিন্ন টার্মিনাল, মার্কেট, বিপণিবিতানে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার জন্য ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপন করা ও প্রয়োজনীয় ওয়াচ টাওয়ার রাখা।’’
এ ছাড়া রমজান মাসে রাজধানীর সড়কগুলোতে সংস্কার কাজ করে বিভিন্ন সংস্থা। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এসব সংস্থাগুলোকে চিঠি দেওয়া হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় যারা সংস্কার কাজ করেন ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সংস্থা— তারা রমজান মাসে সবার স্বার্থের কথা মাথায় রেখে এসব কাজ বন্ধ রাখবেন। এসব কাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানাব।’
সংবাদ সম্মেলনের আগে ডিএমপি কমিশনার ব্যবসায়ী, গোয়েন্দা সংস্থা, দুই সিটি করপোরেশনসহ ২২টি সংস্থা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এসব সংস্থা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
মতবিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘কোনো মার্কেটে আগুন লাগলে সেই দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমনকি কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সিটি-এসবি, পুলিশ সদর দপ্তর, এমআরটি পুলিশ, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, ইসলামপুর কাপড় ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ও ছোলার ডাল ব্যবসায়ী সমিতি, পেঁয়াজ ব্যবসায়ী সমিতি, কারওয়ান বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির দায়িত্বশীলরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে