Ajker Patrika

চট্টগ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে: পেয়ারুল ইসলাম

চট্টগ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে: পেয়ারুল ইসলাম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে সদ্য সমর্থনপ্রাপ্ত এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম আমাদের কাছে বাংলাদেশ। চট্টগ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আমরা সবাই মিলে সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব।’ 

আজ সোমবার এটিএম পেয়ারুল ইসলামের সঙ্গে চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা (সিজেএফডি) তোপখানা রোডের চট্টগ্রাম সমিতি ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে পেয়ারুল এসব কথা বলেন। 

পেয়ারুল ইসলাম বলেন, ‘আমি সারা জীবন দেশের জন্য মানুষের জন্য কাজ করেছি। এখনো দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব। এ ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়া নেই।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা আমাকে দায়িত্ব দিয়েছেন, সবাইকে নিয়ে চট্টগ্রামের উন্নয়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলব।’ 
 
চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মামুন আবদুল্লাহর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান। অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি জয়নুল আবেদীন জামাল। 

বক্তব্য রাখেন সিজেএফডির সাবেক সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী, এম. ওয়াহিদ উল্লাহ, মোস্তফা কামাল, সাইফ ইসলাম দিলাল, শাহেদ সিদ্দিকী, সন্তোষ শর্মা। চট্টগ্রাম সমিতির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, সাবেক সাধারণ সম্পাদক মহিউল ইসলাম মহিম, মো. আবদুল মাবুদ, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মনসুর আলী চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান শফিক, পারভেজ মো. চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, ডিইউজে সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া। 
 
সভায় বক্তারা বলেন, এটিএম পেয়ারুল ইসলাম একজন ত্যাগী ও সৎ রাজনীতিবিদ। জেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে আরও অবদান রাখবেন। সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিনের ত্যাগী নেতা পেয়ারুল ইসলাম চট্টগ্রামের উন্নয়নে যত উদ্যোগ নেবেন সিজেএফডি সব সময় সঙ্গে থাকবে। 

এ সময় এটিএম পেয়ারুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনে ঢাকার চট্টগ্রামের সাংবাদিক ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সার্বিক সহযোগিতা কামনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত