নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের পাইকারি বাজার ভেসে গেছে। দোকানে পানি ঢুকে ভিজে গেছে চাল-ডাল। ভিজে যাওয়া পণ্য পানির দামে বেচে দিচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দিনভর বৃষ্টির কারণে ঢল নেমে কৃষি মার্কেট চালের আড়তে হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। দোকানে পানি ঢুকে চালের বস্তা ভিজে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় কৃষি মার্কেটের চালের বাজারে গিয়ে দেখা যায়, পানি নেমে গেছে। ব্যবসায়ীরা ভেজা চাল-ডাল বের করেছেন। আর চাল ভিজে যাওয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ ছুটে এসেছেন কম দামে চাল কেনার জন্য।
তেমনি একজন মোহাম্মদপুরের নবীনগর এলাকার রানী বেগম। তিনি ৪০০ টাকা দরে ৫০ কেজির চার বস্তা চাল কিনেছেন। আরেকজন আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকার বাসিন্দা রাবেয়া বেগম। তিনিও ২৫ কেজি ওজনের ছয় বস্তা চাল কিনেছেন।
কম দামে চাল কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও ব্যবসায়ীদের মাথায় হাত। শাওন এন্টারপ্রাইজ ম্যানেজার মো. মোজাম্মেল বলেন, ‘গতকালের বৃষ্টিতে দুই দোকানের প্রায় এক হাজার বস্তা চাল ভিজে গেছে। ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকায় বেশি ক্ষতি হয়েছে। এখন ভেজা চাল ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছি। যেগুলো একটু ভালো আছে সেগুলো ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছি। এই বৃষ্টিতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পাশের মোহাম্মদ এন্টারপ্রাইজের ১০০ বস্তা মসুর ডাল ভিজে গেছে। ভেজা ডাল দোকানের সামনে রেখে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা, যেমন পাচ্ছেন সে দামেই বিক্রি করে দিচ্ছেন কর্মচারীরা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তে ব্যবসায়ী আব্বাস মিয়া বলেন, ‘ঈদের বাজার উপলক্ষে আমরা পাইকারি চাল কিনে গুদামজাত করেছিলাম। এখন বৃষ্টির পানি ঢুকে নিচের অনেক চালের বস্তা ভিজে আমার প্রায় এক লাখ টাকার মতো লোকসান হয়েছে। নামমাত্র মূল্যে চালগুলো বিক্রি করে দিচ্ছি।’
আরেক ব্যবসায়ী মন্টু মিয়া জানান, মার্কেটটি নিচু হওয়ায় হঠাৎ করে আশপাশের বৃষ্টির পানির ঢল নেমে মার্কেট তলিয়ে যায়। এ সময় অনেক দোকানে পানি ঢুকে নিচে থাকা অনেক বস্তা ভিজে যায়। ঈদের সময় দোকানের কর্মচারীরা ছুটিতে থাকায় আরও বেশি ক্ষতি হয়েছে। পানি সরানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো রকম পানি সরিয়ে আপাতত বস্তাগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
কৃষি মার্কেট পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্টু বলেন, ‘মার্কেটটি একটু নিচু হওয়ায় বৃষ্টির কারণে আশপাশের এলাকা রিং রোড, তাজমহল রোড এলাকার পানির ঢল নেমে আসে। এ সময় চালের আড়তের অনেক দোকানের চাল ভিজে যায়। ব্যবসায়ীরা এসব ভেজা চালের ৫০ কেজির বস্তাগুলো নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে, ঈদের ছুটিতে দোকানে কোনো কর্মচারী না থাকায় চালগুলো সরানো সম্ভব হয়নি। যার কারণে ব্যবসায়ীরা আরও সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বৃষ্টিতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের পাইকারি বাজার ভেসে গেছে। দোকানে পানি ঢুকে ভিজে গেছে চাল-ডাল। ভিজে যাওয়া পণ্য পানির দামে বেচে দিচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দিনভর বৃষ্টির কারণে ঢল নেমে কৃষি মার্কেট চালের আড়তে হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। দোকানে পানি ঢুকে চালের বস্তা ভিজে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় কৃষি মার্কেটের চালের বাজারে গিয়ে দেখা যায়, পানি নেমে গেছে। ব্যবসায়ীরা ভেজা চাল-ডাল বের করেছেন। আর চাল ভিজে যাওয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ ছুটে এসেছেন কম দামে চাল কেনার জন্য।
তেমনি একজন মোহাম্মদপুরের নবীনগর এলাকার রানী বেগম। তিনি ৪০০ টাকা দরে ৫০ কেজির চার বস্তা চাল কিনেছেন। আরেকজন আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকার বাসিন্দা রাবেয়া বেগম। তিনিও ২৫ কেজি ওজনের ছয় বস্তা চাল কিনেছেন।
কম দামে চাল কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও ব্যবসায়ীদের মাথায় হাত। শাওন এন্টারপ্রাইজ ম্যানেজার মো. মোজাম্মেল বলেন, ‘গতকালের বৃষ্টিতে দুই দোকানের প্রায় এক হাজার বস্তা চাল ভিজে গেছে। ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকায় বেশি ক্ষতি হয়েছে। এখন ভেজা চাল ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছি। যেগুলো একটু ভালো আছে সেগুলো ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছি। এই বৃষ্টিতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পাশের মোহাম্মদ এন্টারপ্রাইজের ১০০ বস্তা মসুর ডাল ভিজে গেছে। ভেজা ডাল দোকানের সামনে রেখে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা, যেমন পাচ্ছেন সে দামেই বিক্রি করে দিচ্ছেন কর্মচারীরা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তে ব্যবসায়ী আব্বাস মিয়া বলেন, ‘ঈদের বাজার উপলক্ষে আমরা পাইকারি চাল কিনে গুদামজাত করেছিলাম। এখন বৃষ্টির পানি ঢুকে নিচের অনেক চালের বস্তা ভিজে আমার প্রায় এক লাখ টাকার মতো লোকসান হয়েছে। নামমাত্র মূল্যে চালগুলো বিক্রি করে দিচ্ছি।’
আরেক ব্যবসায়ী মন্টু মিয়া জানান, মার্কেটটি নিচু হওয়ায় হঠাৎ করে আশপাশের বৃষ্টির পানির ঢল নেমে মার্কেট তলিয়ে যায়। এ সময় অনেক দোকানে পানি ঢুকে নিচে থাকা অনেক বস্তা ভিজে যায়। ঈদের সময় দোকানের কর্মচারীরা ছুটিতে থাকায় আরও বেশি ক্ষতি হয়েছে। পানি সরানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো রকম পানি সরিয়ে আপাতত বস্তাগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
কৃষি মার্কেট পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্টু বলেন, ‘মার্কেটটি একটু নিচু হওয়ায় বৃষ্টির কারণে আশপাশের এলাকা রিং রোড, তাজমহল রোড এলাকার পানির ঢল নেমে আসে। এ সময় চালের আড়তের অনেক দোকানের চাল ভিজে যায়। ব্যবসায়ীরা এসব ভেজা চালের ৫০ কেজির বস্তাগুলো নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে, ঈদের ছুটিতে দোকানে কোনো কর্মচারী না থাকায় চালগুলো সরানো সম্ভব হয়নি। যার কারণে ব্যবসায়ীরা আরও সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বৃষ্টিতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে