Ajker Patrika

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: প্রতিমন্ত্রী ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: প্রতিমন্ত্রী ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির বিশ্ব জয়ের সারথি। দেশে সংবিধান মেনেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে।

আজ শুক্রবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারছি। শেখ হাসিনা বাঙালির বিশ্ব জয়ের সারথি। তার নেতৃত্বে ২০৪১ সালে প্রতিষ্ঠিত হবে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।’

অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ৷ তিনি বলেন, ‘বিএনপির জনগণের ওপর আস্থা নেই। তাদের আস্থা বিদেশিদের ওপর। তত্ত্বাবধায়ক সরকার চাইলে বিএনপি পাকিস্তানে চলে যাক।’

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা এ দেশে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। এ জন্য বারবার তার ওপর হামলা হয়েছে। গ্রেনেড হামলা করেছে। কারাবরণ করতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব এ দেশের মানুষের উন্নয়ন হয়েছে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। নারীর অগ্রগতিতে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। আলোচনা পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত