Ajker Patrika

ঢাবির কলাভবন থেকে ককটেল উদ্ধার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৪: ৪০
ঢাবির কলাভবন থেকে ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের নিচতলার ওয়াশ রুম থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১০টা ৪০ মিনিটে ককটেল দুটি উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিম (সিটিটিসি)। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সেটি জানা যায়নি। 

কলাভবনের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে এ বিষয়ে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, কলাভবনের নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘কে বা কারা রেখেছে এটা জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নজরে রাখছি।’ 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবগত করা হলে পুলিশের সিটিটিসি টিম গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত