নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাল ভিসা প্রতারণার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ও গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া এ টাকা তারা খরচ করত ক্যাসিনোতে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল মান্নান ও আতাউর রহমান। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, উড়োজাহাজের নকল টিকিট, পাসপোর্ট, ক্যাসিনো কার্ড, বিটকয়েন, সিম, মেডিকেল পরীক্ষার রিপোর্ট ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে জানান, ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রতারণার টাকায় ঘুরে বেড়াতেন বিভিন্ন দেশে। এই চক্রের দুই সদস্য মিলে প্রতারণার এক অভিনব কৌশল গড়ে তুলেছে। তারা বিদেশে যেতে ইচ্ছুক ও বিভিন্ন দেশে প্রবাসজীবন শেষে ফিরে আসা ব্যক্তিদের টার্গেট করে কৌশলে সম্পর্ক গড়ে তুলত। এরপর তাদের ইউরোপের বিভিন্ন দেশে সহজে ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে ফাঁদে ফেলত। ভিসা ও মেডিকেল পরীক্ষার কথা বলে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত তারা।
সিআইডির এই কর্মকর্তা বলেন, চক্রটি সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের নানাভাবে প্রলুব্ধ করত। কখনো কখনো ইউরোপে ভিসা পেতে পাসপোর্টকে গ্রহণযোগ্য করার নাম করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ভ্রমণে নিয়ে যেত। সেখানেও কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। সেই টাকা দিয়ে নিজেদের হোটেল ভাড়া ও ক্যাসিনো খরচ মেটাত।
জাল ভিসা তৈরি করা হতো বিভিন্ন দেশ থেকে। ইকবাল হোসেন বলেন, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে জাল ভিসা তৈরি করে দেশে আনা হতো। তিনি বলেন, ইউরোপে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুক্তভোগীদের পাসপোর্টে জাল ভিসা ও উড়োজাহাজের নকল টিকিট ধরিয়ে দিত। পরে তারা এসব যাচাই করতে গেলে দেখত যে, সবই জাল। চক্রটি এভাবে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সম্প্রতি একসঙ্গে ছয়জনের সঙ্গে একই কায়দায় প্রতারণা করতে গিয়ে গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
জাল ভিসা প্রতারণার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ও গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া এ টাকা তারা খরচ করত ক্যাসিনোতে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল মান্নান ও আতাউর রহমান। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, উড়োজাহাজের নকল টিকিট, পাসপোর্ট, ক্যাসিনো কার্ড, বিটকয়েন, সিম, মেডিকেল পরীক্ষার রিপোর্ট ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে জানান, ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রতারণার টাকায় ঘুরে বেড়াতেন বিভিন্ন দেশে। এই চক্রের দুই সদস্য মিলে প্রতারণার এক অভিনব কৌশল গড়ে তুলেছে। তারা বিদেশে যেতে ইচ্ছুক ও বিভিন্ন দেশে প্রবাসজীবন শেষে ফিরে আসা ব্যক্তিদের টার্গেট করে কৌশলে সম্পর্ক গড়ে তুলত। এরপর তাদের ইউরোপের বিভিন্ন দেশে সহজে ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে ফাঁদে ফেলত। ভিসা ও মেডিকেল পরীক্ষার কথা বলে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত তারা।
সিআইডির এই কর্মকর্তা বলেন, চক্রটি সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের নানাভাবে প্রলুব্ধ করত। কখনো কখনো ইউরোপে ভিসা পেতে পাসপোর্টকে গ্রহণযোগ্য করার নাম করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ভ্রমণে নিয়ে যেত। সেখানেও কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। সেই টাকা দিয়ে নিজেদের হোটেল ভাড়া ও ক্যাসিনো খরচ মেটাত।
জাল ভিসা তৈরি করা হতো বিভিন্ন দেশ থেকে। ইকবাল হোসেন বলেন, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে জাল ভিসা তৈরি করে দেশে আনা হতো। তিনি বলেন, ইউরোপে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুক্তভোগীদের পাসপোর্টে জাল ভিসা ও উড়োজাহাজের নকল টিকিট ধরিয়ে দিত। পরে তারা এসব যাচাই করতে গেলে দেখত যে, সবই জাল। চক্রটি এভাবে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সম্প্রতি একসঙ্গে ছয়জনের সঙ্গে একই কায়দায় প্রতারণা করতে গিয়ে গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে