শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
রাজধানীর ডেমরায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতা মুন্সি মুজিবুর রহমান মিলনকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলন দাবি করেন—তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন নৌকার সমর্থক গভীর রাতে ট্রাকের পক্ষে কাজ না করতে হুমকি দেয়। এরপরই তাঁরা মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ট্রাকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দ্রুত সরে যায়।
মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বাবা এ আসনের চারবারের এমপি ছিলেন। আমিসহ ঘরে ঘরে তাঁর সমর্থক রয়েছে। তাঁর জনপ্রিয়তাও অনেক বলে নীরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তাঁর পক্ষে কাজ করছি বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ক্যাম্পের লাইটগুলো ভেঙে ফেলেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে। তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে।’
এ বিষয়ে ঢাকা-৫ আসনের নৌকা প্রার্থী হারুনর রশিদ মুন্নার পক্ষের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নৌকার প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও একজনকে মারধর করে কিছু দুর্বৃত্ত। আমরা যতটুকু জেনেছি, এরা নৌকার সমর্থক। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
ঢাকা-৫ এর সহকারী রিটার্নিং অফিসার বীথি দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ডেমরায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতা মুন্সি মুজিবুর রহমান মিলনকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলন দাবি করেন—তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন নৌকার সমর্থক গভীর রাতে ট্রাকের পক্ষে কাজ না করতে হুমকি দেয়। এরপরই তাঁরা মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ট্রাকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দ্রুত সরে যায়।
মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বাবা এ আসনের চারবারের এমপি ছিলেন। আমিসহ ঘরে ঘরে তাঁর সমর্থক রয়েছে। তাঁর জনপ্রিয়তাও অনেক বলে নীরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তাঁর পক্ষে কাজ করছি বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ক্যাম্পের লাইটগুলো ভেঙে ফেলেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে। তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে।’
এ বিষয়ে ঢাকা-৫ আসনের নৌকা প্রার্থী হারুনর রশিদ মুন্নার পক্ষের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নৌকার প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও একজনকে মারধর করে কিছু দুর্বৃত্ত। আমরা যতটুকু জেনেছি, এরা নৌকার সমর্থক। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
ঢাকা-৫ এর সহকারী রিটার্নিং অফিসার বীথি দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে